মাঠে বল হাতে সফলই ছিলেন তিনি। কিন্তু মাঠের বাইরের ঘটনা বারবারই আলোচনায় থেকেছেন শাহাদাত হোসেন রাজীব। ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন এই পেসার। অবশেষে ১৮ মাস মাঠের বাইরে কাটিয়ে ফিরলেন রাজীব। শনিবার পারটেক্সের হয়ে ওল্ড ডিওএইচের বিপক্ষে মাঠে নামেন এই ডানহাতি পেসার।
যদিও ২ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন তিনি। ২০১৯ সালে খেলার মাঠে সতীর্থ আরাফাত সানি জুনিয়রের গায়ে হাত তুলে নিষিদ্ধ হন। দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয় বিসিবি, সঙ্গে জরিমানা করা হয় ৩ লাখ টাকা। বিসিবির কাছে শাস্তি ও জরিমানা কমানোর আবেদন জানান রাজীব। বিসিবিও তার প্রতি উদার হয়ে শাস্তি কমানোর কথা জানিয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে শাস্তি কমানোর খবর কখনো দেয়নি বিসিবি।
এর মধ্যে গত ফেব্রুয়ারিতে শাস্তি ও জরিমানা কমানোর জন্য ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছিলেন শাহাদাত। আবেদনপত্রে জানান, ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা খরচ জোগাড় করতে ক্রিকেটে ফিরতে চান তিনি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান তাৎক্ষণিক জানিয়েছিলেন, তার আবেদন বিবেচনা করা হবে।
অনুতপ্ত হওয়ার কথা জানিয়ে শাহাদাত বোর্ডে ক্ষমাপ্রার্থনা করেন। জীবন-জীবিকার প্রয়োজনের কথা উল্লেখ করে বারবার বোর্ডে আবেদন করেন শাস্তির মেয়াদ কমাতে। মানবিক দিক বিবেচনা করে সম্প্রতি তার নিষেধাজ্ঞা তুলে নেয় বিসিবি।
ফিরে ৩৪ বছর বয়সী পেসার রাজীব ২ ওভারে রান দেন ১৬। তবে লম্বা সময় পর ফিরে বল করাটা সহজ ছিল না তার জন্য। স্বস্তির খবর এটাই তিনি ফিরলেন।
Discussion about this post