ঢাকায় পা দিয়েই রোববার সকাল থেকে হোটেল কোয়ারেন্টাইনে আছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। এই বন্দি জীবন আরও চলবে একদিন।
রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনদিনের কঠোর কোয়ারেন্টাইন। এরমধ্যে তিন দিনে দুবার করোনা পরীক্ষা হবে ম্রীলঙ্কান ক্রিকেট দলের। এই পরীক্ষার ফল নেগেটিভ হলেই মিলবে অনুশীলনের সুযোগ।
হোটেলে উঠেই রোববার প্রথম করোনা পরীক্ষার নমুনা দেন কুশল পেরেরাসহ দলের বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা। সেই পরীক্ষায় পেয়েছেন স্বস্তির খবর। ৩১ সদস্যের দলের লঙ্কান সবার ফল নেগেটিভ। ১৮ মে দ্বিতীয় করোনা পরীক্ষা। এই পরীক্ষার ফল নেগেটিভ হলেই ১৯ তারিখ কোয়ারেন্টাইন মুক্ত হবে সফরকারীরা।
গণমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কা দলের প্রত্যেকের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। রাতেই ফল হাতে পেয়েছি। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্ট সহ ৩১ জনের সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’
২৩ মে থেকে মিরপুরের শেরেবাংলায় বাংলাদেশের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে। ২৫ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির।
তার আগে ১৯ ও ২০ মে একাডেমি মাঠে অনুশীলন। ২১ মে একদিনের প্রস্তুতি ম্যাচ। এক বিজ্ঞপ্তিতে বিসিবি এটি নিশ্চিত করেছে।
শ্রীলঙ্কা দল-
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।
Discussion about this post