করোনার কারণে থমকে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফের ড্রাফটে দল পেয়ে গেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। রিপ্লেসমেন্ট প্লেয়ার্স ড্রাফটে দল সাকিব আল হাসান লাহোর কালান্দার্সে, মাহমুদউল্লাহ রিয়াদ মুলতান সুলতানসে ও লিটন দাসকে কিনেছে করাচি কিংস।
১৪টি ম্যাচ হওয়ার পর মার্চের শুরুতেই স্থগিত হয়ে যায় পিএসএল। নতুন সূচ জানাচ্ছে- করাচিতে আগামী ১ জুন থেকে হবে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ২০ ম্যাচ। টুর্নামেন্টে যারা খেলবেন তারা ছাড়াও সাপোর্ট স্টাফ ও টিম অফিসিয়ালরা খেলবেন, তাদের সবাইকে করাচিতে একটি হোটেলের আলাদা রুমে ৭ দিনের কঠোর কোয়ারেন্টাইন করতে হবে।
অবশ্য জুনে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশ ক্রিকেট দলের। এ কারণেই সাকিব, মাহমুদউল্লাহ, লিটনদের খেলা নিয়ে সংশয় থাকছেই।
চলুন দেখে নেই তিন টাইগার ক্রিকেটারের দল লাহোর, করাচি ও মুলতানের ম্যাচের সূচি
করাচি কিংস
২ জুন – মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯টা)
৫ জুন – ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস (সন্ধ্যা ৬টা)
৬ জুন – পেশোয়ার জালমি বনাম করাচি কিংস (রাত ৯টা)
১০ জুন – কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস (রাত ৯টা)
১২ জুন – করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১টা)
লাহোর কালান্দার্স
১ জুন – লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯টা)
৪ জুন – পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)
৭ জুন – কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)
৯ জুন – ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)
১২ জুন – করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১টা)
১৪ জুন – মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯টা)
মুলতান সুলতানস
২ জুন – মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯টা)
৫ জুন – মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস (রাত ১১টা)
৮ জুন – মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি (রাত ৯টা)
১১ জুন – মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯টা)
১৪ জুন – মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯টা)
Discussion about this post