ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে সুযোগের সদ্ব্যবহার! মুমিনুল হক চোট নিয়ে ইনজুরিতে পড়তেই ডাক পান তিনি। একাদশে জায়গা পেয়েই সৈকত আলি তুলে নিয়েছেন সাফল্য। তার ব্যাটেই চট্টগ্রাম পায় লড়াকু পুঁজি।তারপর মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের বোলিং দাপটে বন্দর নগরীর দলটি পেয়ে যায় টানা তৃতীয় জয়।
সোমবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ২০ ওভারে করে ১৫১ রান। সৈকতের ১১ বলে করেন ২৭। এরপর বরিশাল আটকে যায় ১৪১ রানে।
চট্টগ্রামের দুই বাঁহাতি পেসার মুস্তাফিজ ও শরিফুল- দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতে এগিয়ে যায় বরিশাল। শুরুতেই আবু জায়েদ ফেরান সৌম্য সরকারকে (৫)।
মোহাম্মদ মিঠুন শুরুটা ভাল করলেো্ বেশিদূর যেতে পারেন নি। ১৩ বলে ১৭ রান করেন তিনি। লিটন দাস ২৫ বলে ৩৫। তারপর শামসুর রহমান (২৮ বলে ২৬), মোসাদ্দেক হোসেন (২৪ বলে ২৮)।
এরপর তামিম ইকবাল দারুণ শুরু করেন। কিন্তু ৩২ বলে ৩২ রানে আটকা পড়েন তিনি। সুমন খান ৮ বলে ১৫ রান শুধু হারের ব্যবধান কমায় বরিশাল। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার বরিশালের।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ চট্টগ্রাম: ২০ ওভারে ১৫১/৭ (লিটন ৩৫, সৌম্য ৫, মিঠুন ১৭, শামসুর ২৬, মোসাদ্দেক ২৮ , জিয়াউর ২, সৈকত ২৭, নাহিদুল ৮*; সুমন ৪-০-৩১-১, তাসকিন ৪-০-৩১-১, আবু জায়েদ ৪-০-৩০-১, কামরুল রাব্বি ৪-০-২৩-১, মিরাজ ৪-০-২৫-১)।
ফরিচুন বরিশাল: ২০ ওভারে ১৪১/৮ (মিরাজ ১৩, তামিম ৩২, পারভেজ ১১, আফিফ ২৪, হৃদয় ১৭, ইরফান ২, মাহিদুল ১০, তাসকিন ২, সুমন ১৫*, কামরুল ২*; নাহিদুল ৪-০-২৬-০, শরিফুল ৪-০-২৭-৩, মোসাদ্দেক ৩-০-১৭-১, সঞ্জিত ৩-০-২০-০, মুস্তাফিজ ৪-০-২৩-৩, সৌম্য ২-০-২০-১)।
ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ রানে জয়ী
ম্যাচসেরা: শরিফুল ইসলাম।
Discussion about this post