ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচেই বাজিমাত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। শুরুতে অবশ্য ঝড়ো ব্যাটিংয়ে মোহাম্মদ মিঠুন ভাল পুঁজি এনে দেন সিলেট থান্ডারকে। কিন্তু এরপর ইমরুল কায়েস ও চাডউইক ওয়ালটনের জুটিতে চট্টগ্রাম হাসিমুখে মাঠ ছাড়ে।
বুধবার বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ উইকেটে হারাল সিলেট থান্ডারকে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলেন মিঠুন। মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন তিনি। তবে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন থামেন। অপরাজিত ৮৪ রান করেন তিনি। ২০ ওভারে সিলেট করে ১৬২ রান। চট্টগ্রাম জবাবে নেমে ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে।
ভারত সফরে ব্যাট হাতে ব্যর্থ হলেও ঢাকায় ফর্মে ফিরলেন ইমরুল কায়েস। সবশেষ ১৩ ইনিংস খেলে সর্বোচ্চ ৩৯ রান করা ব্যাটসম্যানটি দেখালেন দাপট। ৫ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস। ওয়ালটন অপরাজিত ৩০ বলে ৪৯ রানে।
তার আগে অবশ্য জুনায়েদ সিদ্দিক ও নাসির হোসেনকে হারিয়ে চাপে ছিল চট্টগ্রাম। তবে আভিশকা ফার্নান্দো তিনটি করে চার ও ছক্কায় ৩৩ রান করেন। কিন্তু ইমরুল ও ওয়ালটনের জুটিতে পথ খুঁজে নেয় বন্দর নগরীর দলটি। দুজনের ৮৬ রানের জুটিতে রক্ষা। ৩৮ বলে ৬১ করেন ইমরুল।
এর আগে ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৪টি চার ও ৫ ছক্কায় ৪৮ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন মিঠুন। টি-টোয়েন্টিতে তার আগের সর্বোচ্চ ছিল বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৮০। বিপিএলে আগের সেরা রংপুর রাইডার্সের হয়ে করা ৬৪ রান।
ম্যাচে টস ভাগ্য ছিল না সিলেটের পক্ষে। এরপর ম্যাচটাও তারা জিতেনি। ইনজুরিতে মাঠের বাইরে থাকা মাহমুদউল্লাহর জায়গায় চট্টগ্রামকে নেতৃত্ব দেন রায়াদ এমরিট।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট থান্ডার: ২০ ওভারে ১৬২/৪ (রনি ৫, চার্লস ৩৫, মিঠুন ৮৪*, মেন্ডিস ৪, মোসাদ্দেক ২৯, মিলণ ১*; নাসুম ৪-০-৩৪-১, রুবেল ৪-০-২৭-২, এমরিট ৪-০-৩৮-১, মুক্তার ৩-০-২২-০, নাসির ৪-০-২২-০, বার্ল ১-০-১৫-০)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৯ ওভারে ১৬৩/৫ (ফার্নান্দো ৩৩, জুনায়েদ ৪, নাসির ০, ইমরুল ৬১, বার্ল ৩, ওয়ালটন ৪৯*, সোহান ৫*; সোহাগ ৪-০-৩৬-০, সান্টোকি ৪-০-৩৪-১, নাজমুল অপু ৩-০-২৩-২, ইবাদত ৪-০-৩৩-১, মোসাদ্দেক ১-০-৯-১, নাভিন ৩-০-২৭-০)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইমরুল কায়েস
Discussion about this post