ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যুব ওয়ানডেতে আগের ম্যাচেই গড়েছিলেন দেশের হয়ে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। মঙ্গলবার হ্যাটট্রিক সেঞ্চুরিতে রেকর্ডটা আরও সমৃদ্ধ করলেন তৌহিদ হৃদয়। তার নৈপুণ্যেই সিরিজের শেষ ম্যাচেও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশের যুবারা।
শ্রীলঙ্কাকে মঙ্গলবার ৫০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরফলে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ এ জিতল স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে মঙ্গলবার ৫০ ওভারে বাংলাদেশ তোলে ৭ উইকেটে ২৮৩ রান। জবাবে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
মঙ্গলবার চারে নেমে ১০২ বলে ১১১ রান করেন হৃদয়। যুব ওয়ানডেতে এটি তার পঞ্চম সেঞ্চুরি। দেশের হয়ে যুব ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি আছে এনামুল হক বিজয় ও হৃদয়ের সতীর্থ মাহমুদুল হাসান জয়ের।
আগে টস জিতে মঙ্গরবার ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই প্রিতম কুমারকে হারায় বাংলাদেশ। দলীয় ৫৮ রানে সাজিদ হোসেন ফেরার পর ক্রিজে নামেন হৃদয়। গড়েন প্রান্তিক নওরোজ নাবিলের সঙ্গে ৬৯ রানের জুটি। ৭৭ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৬৫ রানে ফেরেন নাবিল। পরে চতুর্থ উইকেটে পারভেজ হোসেনকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন হৃদয়। ৩৮ রান করে পারভেজ ফিরলে ভাঙে ১০০ রানের জুটি। শেষ ওভারে বোল্ড হওয়ার আগে হৃদয় তার দারুণ ইনিংসটি সাজান ৩টি চার ও ৫ ছক্কায়।
পরে বল ৭ রানে ২ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে শুরুতেই চাপে ফেলে দেয় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় সফরকারীরা। মোহাম্মদ সামাজের ফিরতি ক্যাচ নিয়ে জুটি ভাঙেন শামিম হোসেন। এই জুটির আরেক ব্যাটসম্যান রাভিন্দু রাসান্থা যতক্ষণ ছিলেন ততক্ষণ ম্যাচে ছিল সফরকারীরা। ৯২ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮৪ রান করে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে ফেরান স্পিনার হাসান মোরাদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় লঙ্কানরা। এর সঙ্গে সঙ্গে বাংলাদেশ জিতে নেয় ম্যাচও।
২টি করে উইকেট নেন শাহিন আলম ও হাসান মোরাদ। ম্যাচসেরা হয়েছেন হৃদয়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৮৩/৭ (প্রিতম ১, সাজিদ ২১, নাবিল ৬৫, হৃদয় ১১১, পারভেজ ৩৮, শামীম ১, আকবর ২, অভিষেক ২৪*, আশরাফুল ০*; রদ্রিগো ১০-১-৫৭-১, চামিন্দু ৭-০-৪৮-১, রোহান ১০-০-৫৭-২, অভিশকা ৩-০-২১-১), আমশি ৮-০-৫৫-২, পারানাভিথানা ৪-০-২৮-১, কাভিন্দু ১০-০-৪৮-১)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৪ ওভারে ২৩৩ (রাভিন্দু ৮৪, সামাজ ৪০, অভিশকা ৩০, রোহান ২৭; শাহিন ৮-০-৪৬-২, অভিষেক ৭-০-৩৭-১, মোরাদ ১০-০-৪৭-২, শামিম ৫.৪-০-৪১-১, আশরাফুল ১০-০-৩৭-০, নাবিল ২-০-১১-০, হৃদয় ২-০-১৩-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫০ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪-০ তে জয়ী
ম্যাচসেরা: তৌহিদ হৃদয়
Discussion about this post