ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৫ সেপ্টেম্বর শুরু একমাত্র টেস্ট ম্যাচ। তার আগে প্রস্তুতি পর্বে পাশ আফগানিস্তান। ব্যাটে-বলে দাপটে বুঝিয়ে দিয়েছে আসল লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। রশিদ খানের দল রীতিমতো সতর্ক বার্তাই দিলেন সাকিব আল হাসানদের।
দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন আফগানিস্তান দল। তারপরই সোমবার ইনিংস ঘোষণা করে মাঠে নেমে বিসিবি একাদশকে বল হাতে কোণঠাসা করে ফেলে তারা। ২৮৯ রানের জবাবে অলআউট মাত্র ১২৩ রান তুলে নূরুল হাসান সোহানের দল। এরপর দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান বিনা উইকেটে ১৪ রান তুলতেই ম্যাচ শেষ। প্রস্তুতি ম্যাচ ড্র।
তবে বাংলাদেশে নেমে প্রথম পরীক্ষাতে সফল আফগানরা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুদান্ত খেলে বুঝিয়ে দিয়েছে টেস্টে স্পিন উইকেট পেলে এমনই খেলবে তারা। অবশ্য বিদেশী দলগুলোকে স্পিনেই প্রতিবার কাবু করে এসেছে টাইগাররা।
সোমবার ব্যাট করতে নেমেই আফগান স্পিনের মুখে পড়ে বিসিবি একাদশ। জহির খান আর রশিদ খানের স্পিন ঘূর্ণিতে সর্বনাশ। ব্যাট হাতে তেমন কিছু করতে পারেন নি কোন ব্যাটসম্যান। এনামুল হক বিজয় (১৯) ও সাব্বির হোসেন (৪) সাজঘরে ফেরেন দলীয় ২৭ রানে। ফজলে মাহমুদ (৮) ও নাঈম ইসলামও (১৩) ব্যর্থ। আল আমিন জুনিয়র ৪৯ বলে করেন ২৯ রান।
বিসিবি একাদশ শেষ ৫ উইকেট হারায় মাত্র ৪১ রান। অধিনায়ক নূরুল হাসান সোহান ১৫ রান তুলে আউট।
১১.৩ ওভারে ৩ মেডেনে ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন স্পিনার জহির খান। রশিদ খান ২৬ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান ১ম ইনিংস: ৯৯ ওভারে ২৮৯/৯ (ডি.) (আগের দিন ২৪২/৮) (আফসার ৩৫*, রশিদ ১৩, কাইস ২৩*; মেহেদি রানা ১০-০-৩২-০, মানিক ১২-২-৩৪-০, সাকিল ১৭-৬-৩৬-০, সুমন ১৯-৮-৪৩-৩, জুবায়ের ১৯-১-৬৮-০, গালিব ৪-০-১৮-০, আল আমিন ১৮-৩-৫১-৪)।
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২৩/১০ (এনামুল ১৯, সাব্বির ৪, ফজলে মাহমুদ ৮, নাঈম ১৩, আল আমিন ১৯, সোহান ১৫, ইরফান ৯, ফারদিন ১৪, সুমন ৩, মেহেদি রানা ০, মানিক ০*; ইয়ামিন ৫-১-১২-০, শাপুর ৫-২-৪-১, নবি ৮-২-১৮-০, রশিদ ৮-১-২৬-৩, শারজাদ ৫-০-২৩-১, জহির ১১.৩-৩-২৪-৫)।
আফগানিস্তান ২য় ইনিংস: ৩.৫ ওভারে ১৪/০
ফল: ম্যাচ ড্র
Discussion about this post