শেষদিকে দারুণ জমে উঠেছিল লড়াই! জিততে ৬ বলে চাই ৮ রান। এরপর শেষ ওভারের প্রথম বলে চার মেরে রিতু মণি জয়টা প্রায় হাতের মুঠোয় নিয়ে আসেন। চতুর্থ বলে রিতু রানআউট হলে কিছুটা শঙ্কা জাগে। যদিও তখন ম্যাচ টাই। তারপর পঞ্চম বলে এক রান নিয়ে নিগার সুলতানা জ্যোতি দলকে এনে দেন মনে রাখার মতো এক জয়।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অধিনায়কের দারুণ ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা। ১৪৬ রানের লক্ষ্য এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পা রাখে জ্যোতির দল।
তার পথ ধরে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সবশেষ জেতে ২০১৪ সালে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিতে সফরকারীরা সিরিজে এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। ৫১ বলে ৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।
বাংলাদেশের শুরুতেই পথ হারায়। ২৩ রানে ২ উইকেট শেষ। তারপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন জ্যোতি। সোবহানা ১৭ রানে আউট। তারপর রিতু-জ্যোতি গড়েন ৭১ রানের জুটি। ২৩ বলে ৩৩ রান করেন রিতু। তারপর জ্যোতি দলকে জিতিয়ে ফেরেন। ৭৫ রানের ইনিংসে ছিল ৭টি চার ২টি ছয়।
এর আগে ব্যাটিং করতে নেমে সামারাবিক্রমার ৪৫ রানে ১৪৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন ফাহিমা খাতুন। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠেই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১১ মে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪৫/৬ (আতাপাত্তুর ৩৮, গুনারত্নে ১১, হার্শিথা ৪৫, নিলাকশি ২৯, হাসিনি ১, ওশাদি ৮; ফারিহা ৪-০-৩৫-১, সুলতানা ৪-০-৩০-১, নাহিদা ৪-০-৩৫-১, রাবেয়া ৪-০-২৩-১, ফাহিমা ৪-০-২০-২)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৪৬/৪ (শামিমা ৫, রুবাইয়া ৯, সোবহানা ১৭, নিগার ৭৫*, রিতু ৩৩; উদেশিকা ৩-০-৭-১, কাভিন্দি ২-০-১৪-১, ওশাদি ৪-০-৩৯-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ
Discussion about this post