এই কারনেই তাদের বলা হয় ‘আনপ্রেডিক্টেবল!’ এইতো আগের টেস্টেই পেয়েছে দাপুটে জয়। কিন্তু সপ্তাহ না ঘুরতেই ছন্দপতন! দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন নাজেহাল পাকিস্তান। লাহোরে জন্ম নেওয়া লেগ স্পিনার ইমরান তাহিরের ঘূর্ণি বলে প্রথম ইনিংসে অসহায় আÍসমর্পণ করল ব্যাটসম্যানরা। তাতেই বুধবার দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ৯৯ রানে। ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন তাহির। ১২ টেস্টের ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১২৮ রান। অধিনায়ক গ্রায়েম স্মিথ ৬৭ এবং নাইটওয়াচম্যান ডেল স্টেইন ২ রানে ক্রিজে রয়েছেন।
টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই শুরু পাকিস্তানের উইকেট পতনের। সেই ব্যর্থতার মিছিল ছিল পুরোটা সময়ই!
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৯৯/১০, ৩৬.৪ ওভার (মাসুদ ২১, আজহার ১৯, ইউনুস ১০, আসাদ ১০, বাবর ২৫*; তাহির ৫/৩২, স্টেইন ৩/৩৮)।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ১২৮/৩, ৪৯ ওভার (পিটারসেন ২৬, স্মিথ ৬৭*, এলগার ২৩; আজমল ২/৪২)।
Discussion about this post