ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটে-বলে দুর্দান্ত খেললেন এনামুল হক জুনিয়র। তারপরও ৯ রানের আক্ষেপে পুঁড়লেন তিনি। একটুর জন্য যে শতরান পেলেন না। প্রথমে বল হাতে ৬ উইকেট নেন। এরপর ঢাকা মেট্রোর বিপক্ষে ব্যাট হাতে লড়ে করেন ৯১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা একটুর জন্য মিলল না।
আবার ফলোঅন এড়াতে পারেনি এনামুলের দল সিলেট।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ১৩২ রানে শুরু করে স্বাগতিকরা। এরপর একাই লড়াই করেন এনামুল। ১৯৮ বলে এনামুল জুনিয়র দারুণ এক ইনিংস খেলেন। আরাফাত সানি তুলেন ৪ উইকেট। তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আশরাফুল ও অনিক।
সেকেন্ড টায়ারের এই ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও নেমেও যাত্রাটা ভাল হয়নি সিলেটের। জাকির হাসানের সঙ্গে ১২৪ রানের জুটিতে রাজিন সালেহ আশা জাগান।রাজিন ৫৩ ও অলক কাপালি ৯ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪২৬/১০
সিলেট ১ম ইনিংস: ৮২ ওভারে ২১৫ (সায়েম ১১, শানাজ ১৮, ইমতিয়াজ ১, জাকের ১৯, কাপালী ২, রাজিন ১, শাহানুর ৩৪, এনামুল জুনিয়র ৯১, আবু জায়েদ ১৫, এবাদত ১২*; শহিদুল ০/৪৫, অনিক ৩/২৫, সানি ৪/৬২, আশরাফুল ৩/৩৬, আসিফ ০/২১, সৈকত ০/১৫, শামসুর ০/৪) ও সিলেট ২য় ইনিংস: ৬১ ওভারে ১৪৯/৪ (ইমতিয়াজ ৮, সায়েম ২, শানাজ ৩, জাকির ৭২, রাজিন ৫৩, কাপালী ৯*; শহিদুল ২/২২, আশরাফুল ০/২৩, সানি ১/৫৫, আসিফ ১/৩৪)
Discussion about this post