প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই তিনি তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। বুঝিয়ে দিয়েছিলেন জায়গা করে নিতেই এসেছেন তিনি। এবার ইয়াসিন আরাফাত আরেক কীর্তি গড়লেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে রীতিমতো ইতিহাস গড়লেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিলেন ৮ উইকেট। ক্রিকেট ইতিহাসের মাত্র একাদশ বোলার হিসেবে ৮ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন আরাফাত।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের পেসার আরাফাত বল হাতে ঝড় তুলেন। তার দাপটে ২৬.১ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট হয় আবাহনী। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৪০ রানে পেলেন ৮ উইকেট!
আর লিগের দশম রাউন্ডের ম্যাচে ৮ উইকেটে জিতে গাজী। ২৬.১ ওভারে আবাহনীকে ১১৩ রানে অলআউট করে ১২১ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে তারা।
সেই ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল আরাফাতের।
পরিসংখ্যান জানাচ্ছে- লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের। ২০০৩-০৪ মৌসুমে ঢাকায় জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে ১৭ রানে ৭ উইকেট নেন বাঁহাতি এ স্পিনার।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেন নি আরাফাত। তবে জাতীয় দলের দরজা সামনেই খুলে যেতে পারে তার।
Discussion about this post