সাফল্যের আকাশে উড়ছিল বাংলাদেশ। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে টানা ৩ ম্যাচে জয়। কিন্তু চতুর্থ ম্যাচে এসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের তিক্ত অভিজ্ঞতা হল মাশরাফি বিন মর্তুজার দলের। ফাইনাল নিশ্চিত করা দলটি বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানে অলআউট। ওয়ানডেতে বাংলাদেশের এটি নবম সর্বনিন্ম রান।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। তারও একবার ২০০২ সালে এসএসসিতে ৭৬ রানে অলআউট হয়েছিল তারা। ওয়ানডে বাংলাদেশের সর্বনিন্ম রান ৫৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২৪ ওভারে শেষ বাংলাদেশের ইনিংস। ১১ রানে শেষ ৫ উইকেট হারায় দল। শেষ ৪ উইকেটের পতন হল মাত্র ৩ রানে।
ব্যাটসম্যানরা শুধুই উইকেটে আসা আর যাওয়ার দায়টুকু যেন সেরেছেন। এরমধ্যে শুধু মুশফিকুর রহীমের ব্যাট থেকে এসেছে ২৬ রান। অন্যরা যারপরনাই ব্যর্থ। তিনবছর পর জাতীয় দলে ফিরে আবুল হাসান রাজু করলেন মাত্র ৭ রান। মিরপুরের শেরেবাংলায় দলের এমন ভয়াবহ ব্যাটিং নিশ্চিত করেই ফাইনালের আগে বড় সতর্কবার্তা দিয়ে রাখল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২৪ ওভারে ৮২ (তামিম ৫, এনামুল ০, সাকিব ৮, মুশফিক ২৬, মাহমুদউল্লাহ ৭, সাব্বির ১০, আবুল হাসান ৭, নাসির ৩, মাশরাফি ১, রুবেল ০, মুস্তাফিজ ১*; লাকমল ৩/২১, চামিরা ২/৬, থিসারা ২/২৭, সান্দাকান ২/২৪)
Discussion about this post