ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বছরের দল ঠিক রেখে আগামী ৬ মে শুরু হবে প্রিমিয়ার লিগ ক্রিকেট। তবে এবার এ টুর্নামেন্ট হবে ৫০ ওভারের বদলে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আজ সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সভায় এমন সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
আগামী ৬ মে থেকে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা চলবে ১০ মে পর্যন্তলা। এই ৫ দিন খেলা হওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর সঙ্গে ঈদের জন্য ২৫ দিন বন্ধ থাকবে লিগের সব খেলা।
এদিকে আগামী ৩১ মে ফের শুরু হবে প্রিমিয়ার লিগ। যা চলবে ১৭ জুন পর্যন্ত। সিসিডিএস সদস্য সচিব আলী হোসেন রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রতিদিন অংশগ্রহণকারী ১২টি দলই মাঠে নামবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সাভারের বিকেএসপির দুইটি মাঠে প্রতিদিন মোট ২টি করে মোট ম্যাচ হবে ৬টি।
এরআগে করোনভাইরাসের কারণে গত বছর স্থগিত হয় সব ধরণের ক্রিকেট। একটি রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর স্থগিত হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ।
Discussion about this post