ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিততে দলের চাই শেষ ৫ ওভারে ৬৪। ঠিক তখনই এক ওভারে বদলে গেল দৃশ্যপপ। ঝড় তুললেন লিও কার্টার। ৬ বলে ৬ ছক্কা! তার পথ ধরে নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের নাম উঠল রেকর্ডের পাতায়।
রোববার কিউইদের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন ক্যান্টারবুরির হয়ে খেলা কার্টার। ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি ফিফটিতেই গড়েন ইতিহাস। ২৫ বছর বয়সী ক্রিকেটার চলে এসেছেন আলোচনায়।
অ্যান্টন ডেভচিচের বাঁহাতি স্পিনে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল ছক্কার ঝড় তুলেন তিনি। স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে ওভারে ৬ ছক্কার চতুর্থ নজির এটি। ২০ ওভারের ক্রিকেটে প্রথম এই রেকর্ড গড়েন যুবরাজ সিং। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি তুলেন তিনি। সেই ইনিংস গড়ার পধে ভারতীয় ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে হাঁকান ৬ ছক্কা।
২০১৭ সালে ইংল্যান্ডের টি-টুয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের কার্ল কার্ভারের বাঁহাতি স্পিনে উস্টারশায়ারের রস হোয়াইটলি এই রেকর্ড স্পর্শ করেন। ২০১৮ সালে আফগানিস্তানের টি-টুয়েন্টি টুর্নামেন্টে আরেক বাঁহাতি স্পিনার আব্দুল্লাহ মাজারাইের এক ওভারে ৬ ছক্কা হাঁকান হজরতউল্লাহ জাজাই।
Discussion about this post