রীতিমতো বিস্ময়কর এক রেকর্ড! রেকর্ডের খেলা ক্রিকেটে এমন কীর্তি রীতিমতো অবিশ্বাস্য। এক ওভারের ছয় বলে ছয় উইকেট। এমন ঘটনাই এবার ঘটল। প্রতিটি আউটই প্রতিপক্ষের ব্যাটসম্যানকে বোল্ড করে চমক জাগালো এক কিশোর। কল্পনাকে ছাড়িয়ে এই কীর্তি গড়লেন ১৩ বছরের স্কুলবালক লুক রবিনসন।
ইংল্যান্ডের উত্তর-পূর্বে ডারহাম শহরের কাছে ল্যাংলি পার্কে ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে এই রেকর্ড গড়েন রবিনসন। এই অনন্য অর্জনের সাক্ষী হলতার পুরো পরিবার। লুক যখন উইকেট তুলে নিচ্ছে, তখন বোলিং প্রান্তের আম্পায়ার হিসেবে ছিলেন তার বাবা স্টিফেন। স্কোরার মা হেলেন। ফিল্ডিংয়ে ছোট ভাই ম্যাথু। নাতির এই অর্জন দাদা গ্লেন শুধুই দর্শক হয়ে দেখলেন।
বাবা স্টিফেন যেন হাওয়ায় উড়ছেন। বলেন, ‘ ৩০ বছর ধরে খেলেছি আমি। হ্যাটট্রিকও আছে আমার। কিন্তু কখনো এমনটা হয়নি। সময় এখনো থমকে আছে, যা দেখেছি সত্যিই কি এমন কিছু ঘটেছে? মনে হচ্ছে অবাস্তব এক ঘটনা দেখলাম।’ এ,মন রেকর্ডর আগে প্রথম দুই ওভারে লুক কোনো উইকেট পাননি রবিনসন। ম্যাচে আর এক ওভারই বোলিং পাওয়ার সুযোগ আসে। তখনই বাজিমাত!
Discussion about this post