আগের দিনই প্রশ্ন ছিল কোথায় থামবে শ্রীলঙ্কা। বাংলাদেশের রান টপকেও লড়ে যাচ্ছিল স্বাগতিকরা। অথচ রোববারই ক্যান্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিন। তবে এদিন মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিং করতে নামেনি শ্রীলঙ্কা। ৮ উইকেটে ৬৪৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে তারা। বাংলাদেশের ১ম ইনিংসের চেয়ে ১০৭ রান লিড নিয়েছে দিমুথ করুণারত্নের দল।
পালেকেল্লে স্টেডিয়ামে পঞ্চম দিন সকালে বাংলাদেশ নিয়েছে লঙ্কানদের পাঁচ উইকেট। উইকেট হারালেও দ্রুত রান তুলে গেছে শ্রীলঙ্কা। হিসাব জানাচ্ছে-ওভারপ্রতি প্রায় পাঁচ করে। রোববার প্রথম সেশনে স্বাগতিকরা ৩০ ওভারে করে ১৩৬ রান।
আগের দিন পুরোটা সময় দাপট ছিল দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার। এই জুটিকে অবশেষে থামান পেসার তাসকিন আহমেদ। ২৩৪ রানে দিন শুরু করেন করুনারত্নে। ১৫৪ রানে ধনাঞ্জয়া। ২২ চারে ২৯১ বলে ১৬৬ রানে আউট ধনাঞ্জয়া। করুনারত্নের সঙ্গে তিনি গড়লেন ৩৪৫ রানের জুটি। বাংলাদেশের বিপক্ষে যে কোনো জুটিতে এটিই শ্রীলঙ্কার সর্বোচ্চ।
২৪৪ রানের ফেরেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৬৯৮ মিনিটের ক্যারিয়ার সেরা ইনিংস শেষ হয় ৪৩৭ বল খেলে। বাউন্ডারি ২৬টি। হাসারাঙ্গা (৫৫ বলে ৪৩) লড়ে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; লাকমল ৩৬-১৪-৮১-১, বিশ্ব ৩৫-৯-৯৬-৪, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ৩০-১-১৩০-১, হাসারাঙ্গা ৩৬-২-১১১-০, করুনারত্নে ১-০-৫-০)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৭৯ ওভারে ৬৪৮/৮ ডিক্লে. (করুনারত্নে ২৪৪, ধনাঞ্জয়া ১৬৬, নিসানকা ১২, ডিকভেলা ৩১, হাসারাঙ্গা ৪৩, লাকমল ২২*, বিশ্ব ০*; আবু জায়েদ ১৯-২-৭৬-০, তাসকিন ৩০-৬-১১২-৩, ইবাদত ২১-১-৯৯-১, মিরাজ ৫৮-৬-১৬১-১, তাইজুল ৪৫-৯-১৬৪-২, মুমিনুল ৪-০-১৮-০, সাইফ ২-০-৫-০)।
Discussion about this post