তার জাতীয় দলে ফেরার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে তার। বয়সটাও তো কম হয়নি। ৩৫ ছাড়িয়েছেন। এরমধ্যে ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন ইউসুফ পাঠান। ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় তাকে পাঁচমাসের নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রােল বোর্ড (বিসিসিআই)। তবে সামনের আইপিএল খেলতে সমস্যা হবে না এই অলরাউন্ডারের। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার ঘটনাটি ছিল ২০১৭ সালের। এই নিষেধাজ্ঞা ১৪ জানুয়ারিতেই শেষ হয়ে যাচ্ছে ইউসুফের।
২০১৭ সালের ১৬ মার্চ একটি ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট চলাকালে বোর্ডের ডোপিং পরীক্ষার জন্য ইউসুফ মূত্র নমুনা পাঠানো হয়। তখনই তাতে ওয়াডার নিষিদ্ধ বস্তুর তালিকায় থাকা টারবুটালাইন পাওয়া যায়। মঙ্গলবার বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ডোপিং লঙ্ঘনের জন্য ইউসুফ পাঠানকে সাসপেন্ড করা হয়েছে। ইউসুফ ভুলবশত একটি নিষিদ্ধ বস্তু সেবন করেছিলেন, এটি কফ সিরাপে থাকে।পাঠান বোর্ডের ডোপিং বিরোধী আইনের ২.১ ধারায় অভিযুক্ত হয়েছেন।
ইউসুফ আত্মপক্ষ সমর্থন করে জানান ভুলবশত তাকে টারবুটালাইন সমন্বিত ওষুধ দেয়া হয়েছিল। ভারতীয় বোর্ড জানিয়েছে, ইউসুফ যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক। তিনি যে বস্তু গ্রহণ করেছিলেন সেটা শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধের জন্য। গত বছরের ২৮ অক্টোবর ইউসুফকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। শেষপর্যন্ত ইউসুফের নিষেধাজ্ঞার সময়সীমা গত বছরের ১৫ আগস্ট থেকে আরোপের সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় নিষেধাজ্ঞা ১৪ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
অাসছে আইপিএলের নিলাম ২৭-২৮ জানুয়ারি। এখানে খেলতে কোন সমস্যাই হবে না ইরফান পাঠঅনের বড় ভাইয়ের।
Discussion about this post