ভারতের টেস্ট দল তাকে ছাড়া কল্পনারই অতীত। গত কয়েক বছর ধরেই সাদা পোশাকের অভিজাত ক্রিকেটে নিয়মিত সদস্য তিনি। কিন্তু শনিবার দেখা মিলল ভিন্ন এক দৃশ্যের। ধর্মশালা টেস্টে খেলছেন না বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ-নির্ধারণী টেস্টে দর্শক হয়ে থাকছেন ভারতের নিয়মিত এই অধিনায়ক। তার জায়গায় দলে আনা হয়েছে কুলদিপ যাদবকে
বিরাটের বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কা রাহানে। ভারতের ৩৩তম টেস্ট অধিনায়ক হলেন তিনি।
কোহলির এমন অনুপস্থিতি রীতিমতো ইতিহাসের পাতাতেও পরিবর্তন এনে দিল। সেই ২০১১ সালের নভেম্বরের পর এবারই প্রথম চোটের কারণে কোনো টেস্ট ম্যাচে খেলতে পারছেন না এই স্টাইলিশ ব্যাটসম্যান। ৫৪তম টেস্ট পর দলের বাইরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান তিনি।
বলা দরকার, ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর খুব বেশি টেস্ট মিস করেন নি কোহলি। তারপর ২০১৪ সালে টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন। এরপর টানা ২৬ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে ২৬টির ১৬টিতে জয় নিয়ে দারুণ রেকর্ড গড়ে তার দল। হারে মাত্র ৩ ম্যাচ আর ড্র ৭টিতে।
Discussion about this post