ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিন কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন বাংলাদেশের চোখ ৫২০ রানে। তবে তারচেয়ে কিছুটা বেশি তুলেই প্রথমইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষ না হতেই ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে টাইগাররা।
পালেকেল্লের মাঠে শুক্রবার ইনিংস ঘোষণার সময় মুশফিকুর রহিম ৬৮ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে থাকা তাসকিন আহমেদের রান তখন ৬।
শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ৪ উইকেটে ৪৭৪ রানে শুরু করে বাংলাদেশ। মুশফিকের ২৩তম হাফ সেঞ্চুরিতুলতেই দল ছাড়ায় পাঁচশ। লিটন দাস ৬৭ বলে ৫০ রান করে ধরেন সাজঘরের পথ। তারপরই দ্রুত ফেরেন মেহেদী হাসান মিরাজ (৩) ও তাইজুল ইসলাম (২)।
এর আগে তামিম ইকবাল করেন ৯০ রান। এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ২৪২ রানের জুটিতে দাপট দেখায় দল। শান্ত তুলেন ক্যারিয়ার সেরা ১৬৩। মুমিনুলের ১১তম সেঞ্চুরির ইনিংস থামেন ১২৭ রানে। দেশের বাইরে পেলেন প্রথম শতক।
সব মিলিয়ে দল থামল ৫৪১ রানে। যা কীনা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ স্কোর। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
শুক্রবার সকালে ১৮ ওভার ব্যাট করে টাইগাররা তুলে ৬৭ রান। সব মিলিয়ে বিদেশের মাঠে এ নিয়ে মাত্র তৃতীয়বার ৫০০ ছুঁতে পারল বাংলাদেশ। দুইবারই হলো শ্রীলঙ্কায়। সর্বোচ্চ ৬৩৮ রান লঙ্কান দ্বীপেই।
বাংলাদেশ ব্যাট করেছে ১৭৩ ওভার দল। নিজেদের টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি ওভার ব্যাটিং করেছে মাত্র একবার। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রানের সেই ইনিংসে দল খেলে ১৯৬ ওভারে। সেটি ২০১৩ সালে গলে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; লাকমল ৩৬-১৪-৮১-১, বিশ্ব ৩৫-৯-৯৬-৪, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ৩০-১-১৩০-১, হাসারাঙ্গা ৩৬-২-১১১-০, করুনারত্নে ১-০-৫-০)।
Discussion about this post