আগামী ৪ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা এই তথ্য দিয়েছেন। সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, এবারের আসরে প্রতিটি দলে চার, এমনকি পাঁচজন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন একাদশে। যা সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদিকদের চমকে দেয়।
আসছে বিপিএলে দল থাকছে ৮টি। তবে এর সংখ্যাটা কম হতেও পারে। যদি দল বাড়ে সেই পরিমাণ নাকি স্থানীয় প্রতিভা বাংলাদেশের নেই। যে কারণে বিপিএল পঞ্চম আসরে একাদশে পাঁচজন বিদেশি খেলানো হতে পারে। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে প্রতি বছর খেলে থাকে ১২টি দল। অথচ সেখানে এতো সংখ্যক বিদেশী ক্রিকেটার খেলানো হয়না।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। এরপর ২ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। খেলা হবে তিন ভেন্যুতে। ঢাকা-চট্টগ্রামের সঙ্গে এবার বিপিএলের নতুন হতে পারে ভেন্যু সিলেট।
Discussion about this post