ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চমক দেখিয়ে মাশরাফি বিন মর্তুজার ব্রেসলেট বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়। যে টাকা এখন ব্যয় হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য। ১৮ বছরের ব্যবহৃত ব্রেসলেট নিলামে বিক্রিত অর্থ যাবে এই তারকা ক্রিকেটারের প্রতিষ্ঠিত নড়াইল-এক্সপ্রেস ফাউন্ডেশনে।
মাশরাফি খোদ জানালেন কিভাবে ব্যয় হবে এই অর্থ। বলেন, ‘পরিকল্পনা করেছি, ২৫ লাখ খরচ করব নড়াইলে, বাকিটা বাইরে যত জায়গায় দেওয়া যায়। যেহেতু নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এসেছে, সেই শ্রদ্ধাটা তাদেরকে করতে হবে। নড়াইলের সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, ফাউন্ডেশনের কর্মী যারা আছেন, কয়েক দফায় সভা করেছেন তারা, নড়াইলের অংশের টাকা কীভাবে খরচ করা যায়।’ আরেকটি অংশ দিয়ে সহায়তা করা হবে সারা দেশে এই পরিস্থিতিতে সংকটে পড়া তৃণমূলের কোচদের। ‘নড়াইলের বাইরের অংশ নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যেই যে পরিকল্পনা করেছি, ঢাকা মেট্রোপলিটনের ভেতরে ৮০ জন ক্রিকেট কোচ আছেন, যারা এখন বেকার। কাজ নেই, প্র্যাকটিস করাতে পারছেন না। এটা দ্রুতই দিয়ে দেব।
মাশরাফি আরও যোগ করেন, ‘আরও কয়েকটা জায়গা আছে, যেগুলো সামনে আস্তে আস্তে তুলে ধরব।’ এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী করোনায় আক্রান্ত তাদের চিকিৎসা ও সহায়তার জন্য ডাকসুর মাধ্যমে দেয়া হবে। যা আগে থেকেই চলমান ছিল। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরীব শিক্ষার্থী যারা করোনা ভাইরাসে আক্রান্ত, ডাকসুর মাধ্যমে তাদের সহায়তা দিচ্ছি। মুক্তিযোদ্ধা সংসদে দেওয়ার পরিকল্পনা করেছি। সেই সঙ্গে ব্লাড ডোনারদের সংগঠনে দিচ্ছি। এরকম জায়গা ঠিক করছি আরও। পুরোটা এখনও চূড়ান্ত হয়নি।’
Discussion about this post