ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা টেস্টে কঠিন পরীক্ষায় বাংলাদেশ দল। টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে তারা তুলল ৪০৯ রান।
নক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফ সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেও দল হিসেবে বেশ সফল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের পর ঢাকাতেও বিপাকে পড়ল স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন জশুয়া ও আলজারি জোসেফ। তাদের ১১৮ রানের জুটিতে বড় স্কোর পায় দল। তাইজু্লের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে ৯২ রানে ফিরতে হয় জশুয়াকে। এরপরই জোসেফ ফেরান রাহী। ৮২ রানে রাহির শর্ট বলে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে লিটন দাসকে।
অবশ্য শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে দুপুর গড়াতেই বল হাতে সাফল্য পেলেন বোলাররা। ২৫ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে চারটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৪০৯/১০ (১৪২.২; ক্যাম্পবেল ৩৬, ব্রাথওয়েট ৬৭, মোজলি ৭, বোনার ৯০*, মায়ার্স ৫*, ব্ল্যাকউড ২৮, জশুয়া ৯২, জোসেফ ৮২, কর্নওয়াল ৪*, ওয়ারিকান ২ ও গ্যাব্রিয়েল ৮; রাহি ৪/৯৮, মিরাজ ১/৭৫, নাঈম ০/৭৪, তাইজুল ৪/১০৮ ও সৌম্য ১/৪৮)
Discussion about this post