ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মনে হচ্ছিল দুইশ ছাড়িয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দুর্দান্ত শুরুর পর ক্যারিবীয়দের শেষটা ভাল করতে দেয়নি বাংলাদেশ। ১৯,২ ওভারের অলআউট সফরকারীরা। ১৯০ রানে শেষ সফরকারীদের ইনিংস। মাত্র ১৪ রানে শেষ ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা।
মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত ফাইনালে শনিবার টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। তকে সাকিব আল হাসান শুরুতে বল হাতে নেন। যদিও সেই সিদ্ধান্তটা যৌক্তিক হয়ে উঠেনি। প্রথম ওভারে আসে ১২ রান। আবু হায়দার রনির এক ওভারে ২৭ রান। মাত্র ৩.১ ওভারে দলীয় পঞ্চাশ। এভিন লুইস ১৮ বলে করেন হাফসেঞ্চুরি।
মনে হচ্ছিল লুইস টি-টুয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে ফেলবেন। কিন্তু তাকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৬ বলে ৮৯ রানের ইনিংসে ছিল আট ছক্কা, ছয়টি বাউন্ডারি।
লুইস ও হেটমায়ার ফিরলেও রোভম্যান পাওয়েল ও নিকোলস দ্রুত রান তুলতে পুরান চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই সীমানায় লিটনের ক্যাচে পাওয়েলকে (১৯) সাজঘরের পথ দেখান সেই মাহমুদউল্লাহ। পুরান অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে ১৭তম ওভারের প্রথম বলে আবু হায়দারের দারুণ ক্যাচে থামিয়ে দেন মুস্তাফিজুর রহমান। শেষ দিকে প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত করেন সাকিব। উইন্ডিজ ৪ বল আগেই থামে ১৯০ রানে।
১৮ রানে ৩ উইকেট নেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব ৩৬ রানে তুলেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ১৯০ (লুইস ৮৯, হোপ ২৩, পল ২, পাওয়েল ১৯, হেটমায়ার ০, পুরান ২৯, ব্র্যাথওয়েট ৮, রাদারফোর্ড ২, অ্যালান ৮, কটরেল ২*, টমাস ০; আবু হায়দার ০/৩৯, সাইফ ০/৩৬, মিরাজ ০/২৬, সাকিব ৩/৩৭, মুস্তাফিজ ৩/৩৩, মাহমুদউল্লাহ ৩/১৮)
Discussion about this post