নিউজিল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের নতুন বছরের উৎসবটা বর্নীল করে দিলেন কোরি অ্যান্ডারসন। বছরের প্রথম দিনই গড়লেন বিশ্বরেকর্ড। পাকিস্তানের শহীদ আফ্রিদির গড়া দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে দিয়ে অ্যান্ডারসন গড়লেন নতুন ইতিহাস।
বুধবার কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টির বিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে মাত্র ৩৬ বলে তিন অংকের ম্যাজিক্যাল স্কোর করেন এই কিউই অলরাউন্ডার।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে দ্রুততম শতরানের আগের রেকর্ডের মালিক ছিলেন শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালের ৪ অক্টোবর নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে তিনি হাঁকান ঝড়ো সেঞ্চুরি।
বুধবার ১৮ বছরের পুরোনো সেই রেকর্ড ভাঙ্গলেন অ্যান্ডারসন।
তিনি হাফসেঞ্চুরি করতে খেলেন ২০ বল। পরের ৫০ আসে মাত্র ১৬ বলে। তার সামনে অসহায় আত্মসমর্পন করেছেন উইন্ডিজের বোলাররা!
আফ্রিদির আরো একটা রেকর্ড ভাঙ্গেন এই কিউই। সেঞ্চুরি করা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও এখন অ্যান্ডারসনের। আফ্রিদির সেই ৩৭ বলে সেঞ্চুরি করা ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২৫৫। এবার অ্যান্ডারসনের স্ট্রাইক রেট ২৮৬.৩৬। বুধবার ৪৭ বলে ৬ বাউন্ডারি ও ১৪ ছক্কায় তিনি করেন ১৩১ রান। এটি তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তার উপরে আছেন ভারতের রোহিত শর্মা (১৬) এবং অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (১৫)।
- ওয়ানডে ক্রিকেটে এখন দ্রুততম সেঞ্চুরির মালিক কোরি অ্যান্ডারসন। ৩৬ বলে শতরান করেন তিনি। ভেঙে দেন ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে শহিদ আফ্রিদির করা ৩৭ বলের সেঞ্চুরি।
- লিস্ট-এ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিকও এখন অ্যান্ডারসন। অবশ্য এ কৃতিত্বটা একা তার নয়। ১৯৯০ সালে সমারসেটের হয়ে ৩৬ বলে শতরান করেছিলেন গ্রাহাম রোস।
- সেঞ্চুরি করা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও এখন অ্যান্ডারসনের। আফ্রিদির সেই ৩৭ বলে সেঞ্চুরি করা ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২৫৫। এবার অ্যান্ডারসনের স্ট্রাইক রেট ২৮৬.৩৬।
- বুধবার ৪৭ বলে ৬ বাউন্ডারি ও ১৪ ছক্কায় তিনি করেন ১৩১ রান। এটি তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তার উপরে আছেন ভারতের রোহিত শর্মা (১৬) এবং অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (১৫)।
- কাল জেসি রাইডার শতরান করেন ৪৬ বলে। এটি ওয়ানডে ক্রিকেটের ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি।
- এই প্রথম দু’জন ব্যাটসম্যান এক ওয়ানডেতে ৫০ এর চেয়েও কম বল খেলে সেঞ্চুরি করলেন।
-
অ্যান্ডারসন এবং রাইডার চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১৯১ রান। তাদের ব্যাটিং রানরেট ১৫.২৮! এটি ওয়ানডেতে চতুর্থ সেরা পার্টনারশিপ। মজার ব্যাপার হল, আগের সেরা তিনটি পার্টনারশিপ রেকর্ডই কিউইদের।
-
অ্যান্ডারসন-রাইডারের করা ১৯১ রান এখন চতুর্থ উইকেট জুটিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ। আগের রেকর্ডটি ১৯০ রানের। যেটি স্কট স্টাইরিস এবং রস টেলর করেছিলেন ২০১০ সালে। সব উইকেটের জুটি মিলিয়ে এটি নিউজিল্যান্ডের পঞ্চমসেরা।
-
এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি।
-
১২৬ বলের ইনিংসে ২২টি ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। এটা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ। গত বছর নভেম্বরে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের ব্যাটসম্যানরা।
-
গড়ে প্রতি ৫.৭ বল পরই ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। এটিও একটি রেকর্ড।
-
২০ ওভার শেষে কিউইদের রান দাঁড়ায় ২৭৫। অন্য হিসাবে ২০ ওভারের টি-টুয়েন্টি ম্যাচে এটি সর্বোচ্চ। এর আগে ২০০৭-০৮ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা করেছিল ২৬০ রান।
-
অ্যান্ডারসন ও রাইডার ২৭ রান নেন নিকিতা মিলারের চতুর্থ ওভারে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে ইয়ান বিশপের সঙ্গে সবচেয়ে খরুচে বোলারের তালিকার শীর্ষে এখন তিনিও। ১৯৯৫-৯৬ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ২৭ রান দিয়েছিলেন বিশপ।
-
২০ ওভারের মধ্যে এখন পর্যন্ত নয়জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। সেই তালিকায় কাল অ্যান্ডারসন-রাইডারের নাম যোগ হল। এর আগে এ কৃতিত্ব দেখিয়েছেন বীরেন্দ্র শেবাগ, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, জন ডেভিসন এবং তিলকরত্নে দিলশান।
২১ ওভারে কমিয়ে আনা সেই ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তুলে ৪ উইকেটে ২৮৩ রান। অ্যান্ডারসন ঝড়ের মধ্যে জেসি রাইডার ৫১ বলে করেন ১০৪।
জবাবে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলে ১২৪ রান। ১৬০ রানে ম্যাচ জিতে কিউইরা। ম্যাচসেরা সংগতভাবেই অ্যান্ডারসন!
৫ ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা!
http://youtu.be/ooPVb_OS0Gc
Discussion about this post