সাইফ হাসান ছন্দে থাকলেন। ২০ ওভারের ম্যাচের মেজাজ বুঝে লড়লেন তিনি। পেলেন ফিফটি। তবে ম্যাচ জয়ের নায়ক ফরহাদ রেজা। এই দুই ক্রিকেটারের ব্যাটে সোমবার শাইনপুকুরকে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে ৪ উইকেটে জিতেছে দোলেশ্বর। সোমবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ১৬২ রান তুলে শাইনপুকুর। জবাবে নেমে সাইফের ফিফটি আর ফরহাদের ঝড়ে ২ বল বাকি থাকতেই হাসিমুখ দোলেশ্বরের।
ম্যাচে ৩৫ বলে চার ছক্কা ও ৩ চারে ৫০ রান তুলেন সাইফ। দোলেশ্বর অধিনায়ক রেজা দুটি করে ছক্কা ও চারে ১১ বলে ২৭ রানে দলকে জিতিয়ে অপরাজিত।
এদিন সকালে টস জিতে ব্যাট করতে নেমে তানজিদ হাসান ও সাব্বির হোসেনের ব্যাটে শুরুটা ভাল ছিল শাইনপুকুরের। ১৯ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৬ রান করে আউট সাব্বির। ৩৬ বলে ৩৪ রান রবিউলের। মাহিদুল ৩২ বলে দুই ছক্কা ও তিন চারে ৪৪ রান। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন ফরহাদ রেজা। শামীম ও রেজাউর রহমান রাজা নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে শুরুটা ভাল না হলেও শেষে বাজিমাত দোলেশ্বরের। সাইফ অবশ্য ১৩ রানে ফিরতে পারতেন। জীবন পান তিনি। এরপর ৩৪ বলে স্পর্শ করেন ফিফটি। ফজলে রাব্বি ৩৩ বলে খেলা ৪১। শেষ ওভারে জিততে চাই ১২ রান। পেসার সুমনকে ছক্কা ও চার মেরে দলকে এনে দেন জয় ফরহাদ রেজা।
লিগে ৪ ম্যাচে এটি দোলেশ্বরের তৃতীয় জয়। প্রথম ম্যাচে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ২০ ওভারে ১৬২/৭ (তানজিদ ২৫, সাব্বির ৩৬, রবি ৩৪, হৃদয় ১০, মাহিদুল ৪৪, অমিত ৪, সুমন ০, মোহর ০*; রেজা ৪-০-৪৮-১, শরিফ ২-০-২৩-০, এনামুল ৩-০-২৯-০, শামীম ৪-০-২১-২, রাব্বি ৩-০-১৮-১, রেজাউর ৪-০-২২-২)
প্রাইম দোলেশ্বর: ১৯.৪ ওভারে ১৬৩/৬ (ইমরান ৮, তৌফিক ৮, সাইফ ৫০, মাহমুদ ৪১, শমীম ২২, রেজা ২৭*, মার্শাল ০, ১*; তানভির ৪-০-৩৫-১, মুরাদ ৩-০-১৪-১, সুমন ৩.৪-০-৩৮-১, মোহর ৪-০-২৯-২, ইফতেখার ৩-০-২৪-০, রবি ১-০-১৪-০, সাব্বির ১-০-৭-০)
ফল: প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফরহাদ রেজা
Discussion about this post