ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে বৃহস্পতিবার আবাহনীর বিপক্ষে মাত্র ৩৫ রানেই অলআউট হয়ে গিয়েছিল ক্রিকেট কোচিং স্কুল। তখন অনেকেই বলছিলেন প্রিমিয়ার ক্রিকেটে এটিই সর্বনিম্ম সংগ্রহ। কিন্তু ইতিহাসে চোখ রাখতে গিয়ে জানা গেল অন্য তথ্য। এটি সর্বনিম্ম নয়।
এর আগে মাত্র ২২ রানে অলআউট হয়েছিল শান্তিনগর ক্লাব। সেটা ১৯৮৫-৮৬ ক্রিকেট মৌসুমে। সে সময়ের সিনিয়র ডিভিশন (এখনকার প্রিমিয়ার লিগ) ক্রিকেট লিগে গুলশান ইয়ুথের হয়ে বোলিংয়ের উদ্বোধন করে হ্যাটট্রিকসহ মাত্র ১০ রানে ৮ উইকেট দখল করেন সারোয়ার ইমরান। যিনি এখন গাজী ট্যাংক ক্রিকেটার্সের কোচ। তিনিই স্মৃতিচারন করলেন সেই ম্যাচের। জানালেন, ’দিন তারিখ মনে নেই। সেটা ১৯৮৫-৮৬ মৌসুমে, আমার কাছে সেই ম্যাচের পেপার কাটিং রয়েছে। আমি নিশ্চিত হয়েই বলছি ম্যাচে ২২ রানে অলআউট হয়েছিল শান্তিনগর! সেই ম্যাচে ৮ উইকেটের পাশাপাশি হ্যাটট্রিক করেছিলাম আমি।’
Discussion about this post