হঠাৎ করেই নিজের জার্সির নম্বর বদলে ফেললেন মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন রংপুর রাইডার্সে। সেখানে নতুন নম্বর নিয়ে খেলছেন তিনি। ফেসবুকে সাংবাদিক আরিফুল ইসলাম রনি লিখেছেন, ”বাংলাদেশ দলে যখন মাশরাফির শুরু, জার্সি নম্বর ছিল ‘২০।’ পছন্দ করে নয়, এমনিই পেয়ে গিছিলেন এই নম্বরের জার্সি। দুটি সংখ্যা পেছনে একটু ঘিঞ্জি লাগে বলে পরে ‘০’ ফেলে দিয়ে রাখলেন শুধু ‘২’।
সেই ‘২’ পরে আর স্রেফ একটি সংখ্যা থাকেনি। হয়ে উঠেছিল তার প্রতীক। দীর্ঘদিন পর এখন আবার ঠিক করেছেন জার্সি নম্বর বদলাবেন। বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন। বিপিএল দিয়ে শুরুই করে দিলেন… ফিরে গেলেন শুরুর আধেকে। এখন থেকে খেলবেন ‘০’ নম্বর জার্সি গায়ে।
শুধু বিপিএল নয়, বাংলাদেশ দলেও নম্বর বদলে ‘০’ নম্বর জার্সি নিয়ে খেলবেন বলে জানালেন ওয়ানডে অধিনায়ক। জার্সি নম্বর বদলান অনেক ক্রিকেটারই। ভারতে ভাগ্য বদলের জন্য ধর্মীয় গুরু কিংবা জ্যোতিষির পরামর্শে জার্সি নম্বর বদলানোর ঘটনা অনেকই আছে। সৌরভ গাঙ্গুলি অনেক দিন খেলেছেন ব্যাটিংয়ের সময় একটি নম্বরের জার্সি পরে, ফিল্ডিংয়ে আরেকটি।
তবে মাশরাফির এমন কিছু নেই। স্রেফ বদল আনতেই বদল। শুরুতে ২০ থেকে ২ করেছিলেন। এখন ২০-এর বাকিটা বেছে নিলেন, ‘০’…
‘২’ সংখ্যাটির প্রতি অনেকেরই অনেক মায়া, অনেক ভালো লাগা জমে গেছে। সংখ্যাটি অনেকের কাছে আপন হয়ে গেছে। তাদের খারাপ লাগবে হয়ত। তবে যার জন্য এত মায়া,তিনিই ছাড়তে পারলে তার ভক্তরাও হয়ত ছাড়তে পারবেন!”
জানা গেছে জাতীয় দলের হয়েও ওয়ানডেতে ০ নম্বর নিয়ে খেলবেন মাশরাফি।
Discussion about this post