আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন দলে, নতুন জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। কলকাতা নাইট রাইডার্স আগে ছেড়ে দিয়েছিল বাংলাদেশ অলরাউন্ডারকে। আর শনিবার নিলামে তাকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। সাত মৌসুম কলকাতায় খেলার পর এবার তাকে ২ কোটি রুপিতে কিনল সানরাইজার্স।
এমনিতে সাকিবের ফ্লোর ফ্রাইস ছিল ১ কোটি রুপি। নিলামে প্রথম ডাকে তার দিকে হাত বাড়ায় সানরাইজার্স। তারপর যোগ দেয় রাজস্থান রয়্যালস। তবে মূল্যটা ২ কোটিতেই আটকে যায়।
আইপিএলে সেই ২০১১ প্রথমবার সাকিবকে কিনেছিল কলকাতা ৪ লাখ ২৫ হাজার ডলারে। ২০১৪ সালে তারা সাকিবকে রেখে দেয় ২ কোটি ৮০ লাখ রুপিতে। আরেক টাইগার ক্রিকেটার মুস্তাফিজকে এখনো নিলামে তোলা হয়নি।
Discussion about this post