জ্যামাইকায় টেস্ট ম্যাচের পঞ্চম দিনটি ছিল এককথায় বিধ্বংসী। ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল মাত্র ২৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪.৩ ওভারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ।
অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড ছিলেন আগুনে। স্টার্ক ৬ উইকেট নেন মাত্র ৯ রানে-আর এই ইনিংসেই ভেঙে দেন একাধিক রেকর্ড। তিনি টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ১৫ বলের ফাইফার তুলে নিয়ে পেছনে ফেলেছেন ব্রড, টোশাক এবং বোল্যান্ডকেও।
এমন দিনে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নামেন স্টার্ক এবং সেখানেই পৌঁছে যান ৪০০ উইকেটের মাইলফলকে। ১৯,০৬২ বলে এই অর্জনে তিনি দ্বিতীয় দ্রুততম। দ্রুততম হলেন কেবল ডেল স্টেইন।
শুধু তাই নয়, প্রথম ওভারেই তিন উইকেট তুলে নেওয়ার নজির গড়েন স্টার্ক-যা টেস্ট ইতিহাসে ১৯ বছর পর দেখা গেল। ২০০৬ সালে করাচি টেস্টে ইরফান পাঠান একই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের বিপক্ষে।
অন্যদিকে, স্কট বোল্যান্ড তুলে নেন হ্যাটট্রিক। এর মাধ্যমে টেস্টে হ্যাটট্রিক করা দশম অস্ট্রেলিয়ান বোলার হলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ৭ জন ব্যাটার শূন্য রানে ফিরেছেন, যা এক ইনিংসে সর্বোচ্চ ‘ডাক’-এর রেকর্ড। এতদিন ৬ ব্যাটারের শূন্য রানে ফেরার রেকর্ড ছিল সর্বোচ্চ।
টেস্ট ইতিহাসে ২৭ রানে অলআউট হওয়া হলো দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। সর্বনিম্ন ছিল ১৯৫৫ সালে, ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড।
Discussion about this post