অবশেষে শঙ্কা কাটিয়ে মধ্যপ্রাচ্যের টি-টেন ক্রিকেটে নাম লেখালেন তামিম ইকবাল। ১০ ওভারের ক্রিকেটে নেমে ঝড় তুললেন এই টাইগার ব্যাটসম্যান ঝড়ো ফিফটিতে জেতালেন তার দল পাখতুনসকে। টি-টেন ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে ২৭ বলে অপরাজিত ৫৬ করেন তামিম। শুক্রবার রাতে শারজায় টিম শ্রীলঙ্কাকে ২৭ রানে হারায় পাখতুনস।
যদিও বিসিবির শুনানির কারণে টুর্নামেন্টে খেলা নিয়েই শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত অবশ্য সংযুক্ত আরব আমিরাতে উড়ে যান তিনি। তবে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তামিমের অপরাজিত ইনিংসে ১০ ওভারে ১১১ রান তোলে পাখতুনস। টিম শ্রীলঙ্কা করতে পারে ৮৪ রান।
৫ চার ও ৪ ছক্কার ইনিংসটিতে ম্যাচসেরা তামিম। অবশ্য আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান এই টুর্নামেন্টে ঠিক নিজেকে মেলে ধরতে পারেননি। ৬ বলে করেছেন ৭ রান। বল হাতে ১ ওভারে ১৪ রান দিয়ে উইকেট নেই। পাঞ্জাবি লিজেন্ডসের কাছে হারে তার দল কেরালা কিংস।
			
                                








Discussion about this post