জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসর শুরু হতে যাচ্ছে নতুন রূপে। এবার অষ্টম দল হিসেবে ময়মনসিংহ বিভাগ মাঠে নামছে, যা প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ২৫ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ হবে স্বাগতিক সিলেট বিভাগের বিপক্ষে।
ঢাকা মেট্রো এবার এনসিএলে অংশ নেবে না। তবে ঢাকা মেট্রোর অধিকাংশ ক্রিকেটারকেই রাখা হয়েছে ময়মনসিংহ দলে। ফলে অভিজ্ঞ ক্রিকেটাররা নতুন নামে মাঠে নামলেও টিমের দক্ষতা বজায় থাকবে। জাতীয় ক্রিকেট লিগের নতুন মৌসুমে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ হবে মাত্র দুটি, বাকি খেলা অনুষ্ঠিত হবে সিলেট, কক্সবাজার, রাজশাহী, খুলনা, বগুড়া ও চট্টগ্রামের স্টেডিয়ামে।
২০১৫ সালের সেপ্টেম্বরে দেশের অষ্টম বিভাগ হিসেবে স্বীকৃতি পায় ময়মনসিংহ। দীর্ঘ সময় ধরে জাতীয় ক্রিকেট লিগে সুযোগ না পাওয়া এই বিভাগের জন্য এটি বিশেষ মুহূর্ত। বিসিবি জানিয়েছে, ঢাকা মেট্রোকে বাদ দিয়ে ময়মনসিংহকে যুক্ত করা হয়েছে। তবে ঢাকা মেট্রোর ক্রিকেটারদের বেশিরভাগই নতুন দলে খেলার সুযোগ পাবেন।
এবারের এনসিএলের আরেকটি নতুনত্ব হলো দুই ধরনের বল ব্যবহার। প্রথম দুই রাউন্ড খেলা হবে কোকাবুরা বলে, এবং তৃতীয় রাউন্ড থেকে বাকি ম্যাচগুলো ডিউক বলে অনুষ্ঠিত হবে। দেশের ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে আগামী আয়ারল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতি নিশ্চিত করতে।
এনসিএলের আয়োজনকে কেন্দ্র করে বিসিবি বিশেষ প্রস্তুতি নিয়েছে। টেস্ট সিরিজের জন্য মিরপুর ও সিলেট স্টেডিয়ামে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কা সফরের পর থেকে টেস্ট ক্রিকেটের বাইরে থাকা খেলোয়াড়দের প্রস্তুতির জন্য প্রথম দুই রাউন্ডে কোকাবুরা বল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৫ অক্টোবর ২০২৫ | সিলেট-ময়মনসিংহ | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
২৬ অক্টোবর ২০২৫ | ঢাকা-রংপুর | সিলেট আউটার |
২৭ অক্টোবর ২০২৫ | খুলনা-বরিশাল | খুলনা স্টেডিয়াম |
২৮ অক্টোবর ২০২৫ | চট্টগ্রাম-রাজশাহী | রাজশাহী স্টেডিয়াম |
১ নভেম্বর ২০২৫ | সিলেট- ঢাকা | সিলেট আউটার |
২ নভেম্বর ২০২৫ | ময়মনসিংহ-রংপুর | কক্সবাজার-১ |
৩ নভেম্বর ২০২৫ | খুলনা-রাজশাহী | মিরপুর |
৪ নভেম্বর ২০২৫ | চট্টগ্রাম-বরিশাল | কক্সবাজার-২ |
৮ নভেম্বর ২০২৫ | সিলেট-রংপুর | কক্সবাজার-১ |
৯ নভেম্বর ২০২৫ | ময়মনসিংহ-ঢাকা | ভেন্যু ঠিক হয়নি |
১০ নভেম্বর ২০২৫ | খুলনা-চট্টগ্রাম | চট্টগ্রাম |
১১ নভেম্বর ২০২৫ | রাজশাহী-বরিশাল | খুলনা স্টেডিয়াম |
১৫ নভেম্বর ২০২৫ | সিলেট-খুলনা | সিলেট আউটার |
১৬ নভেম্বর ২০২৫ | ময়মনসিংহ-চট্টগ্রাম | কক্সবাজার-২ |
১৭ নভেম্বর ২০২৫ | ঢাকা-রাজশাহী | রাজশাহী স্টেডিয়াম |
১৮ নভেম্বর ২০২৫ | রংপুর-বরিশাল | বগুড়া |
২২ নভেম্বর ২০২৫ | সিলেট-চট্টগ্রাম | বগুড়া |
২৩ নভেম্বর ২০২৫ | ময়মনসিংহ-খুলনা | খুলনা স্টেডিয়াম |
২৪ নভেম্বর ২০২৫ | ঢাকা-বরিশাল | কক্সবাজার-১ |
২৫ নভেম্বর ২০২৫ | রংপুর-রাজশাহী | রাজশাহী স্টেডিয়াম |
২৯ নভেম্বর ২০২৫ | সিলেট-রাজশাহী | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
৩০ নভেম্বর ২০২৫ | ময়মনসিংহ-বরিশাল | সিলেট আউটার |
১ ডিসেম্বর ২০২৫ | ঢাকা-খুলনা | খুলনা স্টেডিয়াম |
২ ডিসেম্বর ২০২৫ | রংপুর-চট্টগ্রাম | ভেন্যু ঠিক হয়নি |
৬ ডিসেম্বর ২০২৫ | সিলেট-বরিশাল | রাজশাহী স্টেডিয়াম |
৭ ডিসেম্বর ২০২৫ | ময়মনসিংহ-রাজশাহী | বিকেএসপি-৩ |
৮ ডিসেম্বর ২০২৫ | ঢাকা-চট্টগ্রাম | মিরপুর |
৯ ডিসেম্বর ২০২৫ | রংপুর-খুলনা | বগুড়া স্টেডিয়াম |
Discussion about this post