সিলেট পর্বের সমাপ্তির মধ্য দিয়ে বিপিএল এখন প্রবেশ করছে শেষ ধাপে। সোমবার রাতে সিলেটে শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরই নিশ্চিত হয়েছে যে আসরের বাকি অংশ গড়াবে ঢাকায়। শুরুতে তিনটি ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ সিলেটেই অনুষ্ঠিত হয়েছে।
সিলেট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লিগ পর্বের সমীকরণও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স জয় পাওয়ায় তিনটি দল প্লে-অফে জায়গা করে নিয়েছে। ফলে ঢাকায় অনুষ্ঠিতব্য লিগ পর্বের শেষ ম্যাচগুলোতে উত্তেজনা থাকবে মূলত চতুর্থ ও শেষ প্লে-অফ স্থানের লড়াইকে ঘিরে।
ঢাকায় ফেরার আগেই প্লে-অফ নিশ্চিত করা দলগুলো হলো রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। আট ম্যাচে ছয়টি জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী। সাত ম্যাচে পাঁচটি জয় থেকে ১০ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম রয়্যালস আছে দ্বিতীয় স্থানে। এই তিন দলের অবস্থান এখন আর নড়বড়ে নয়, তবে চতুর্থ স্থানের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
লিগ পর্বে এখন মাত্র ছয়টি ম্যাচ বাকি। ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ঢাকায় রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলোর ফলাফলের ওপরই নির্ভর করবে শেষ প্লে-অফ দলটি। লিগ পর্ব শেষে ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ। ওই দিনই অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১।
এরপর ২১ জানুয়ারি কোয়ালিফায়ার-২ এবং ২৩ জানুয়ারি ঢাকাতেই ফাইনালের মাধ্যমে এবারের বিপিএলের পর্দা নামবে।










Discussion about this post