ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ব্যাপারটি নিশ্চিত করেছে।
আপাতত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছে বাংলাদেশ। এর ফলে নিউজিল্যান্ড যাওয়ার আগে আর অনুশীলনের কোনো সুযোগ নেই তাদের। এমনটাই নিশ্চিত করেছেন আকরাম, ‘ওরা আমাদের দুইটা অপশন দিয়েছিল। আমরা ম্যানেজম্যান্টের সঙ্গে বসে অপশন বি বেছে নিয়েছি। এই জন্য ওরা খেলাটা…। খুব সম্ভবত আমরা ২৪ তারিখ যাচ্ছি।’
আকরাম আরও বলেন, ‘বাংলাদেশে ক্যাম্পের সম্ভাবনা অনেক কম। সবসময় কোয়ারেন্টাইন বা বায়ু বাবলে রাখা এটা খেলোয়াড়দের জন্য খুব কঠিন। এই সিরিজ শেষ হলে ওদের ছুটি দিবো।িএরপর হয়তো এখান থেকে নিয়ে ওখানে ট্রেনিং দিবো।’
নতুন সুচি অনুযায়ী নিউজিল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ খেলবে আগামী ২০ মার্চ। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে পরের দুই ওয়ানডে। এদিকে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
নিউজিল্যান্ড সফরের পরিবর্তিত সূচি
প্রথম ওয়ানডে – ২০ মার্চ, ওটাগো ওভাল, ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে – ২৩ মার্চ, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে – ২৬ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
প্রথম টি-টোয়েন্টি – ২৮ মার্চ, ম্যাকলিন পার্ক, হ্যামিল্টন
দ্বিতীয় টি-টোয়েন্টি – ৩০ মার্চ, ইডেন পার্ক, নেপিয়ার
তৃতীয় টি-টোয়েন্টি – ০১ এপ্রিল, সেডন পার্ক, অকল্যান্ড
Discussion about this post