রীতিমতো ভয় জাগিয়ে দিয়েছিলেন তিনি। হেলমেটে বল লাগার পর তিনি যেভাবে মাঠ ছেড়েছিলেন, ভয় না পেয়ে উপায় আছে? কিন্তু দিনের শেষে মিলেছে স্বস্তির খবর। হেলমেটে বল লাগার পর মাঠ ছেড়ে যাওয়া ইয়াসির আলি চৌধুরি অল্পতেই রক্ষা পেলেন। সিটি স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি জাতীয় দলের এই ক্রিকেটারের।
চট্টগ্রাম টেস্টে আঘাত পাওয়া রাব্বির অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানাল বিসিবি। অবশ্য সতর্কতা হিসেবে হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এই ক্রিকেটারকে।
সোমবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই হেলমেটে বল লাগার পর মাঠ ছাড়েন ইয়াসির। এর আগে বেশ খেলছিলেন তিনি। কিন্তু বল হেলমেটে লাগার পরই এলোমেলো হতে থাকেন। শেষ অব্দি মাঠ ছাড়েন। ৭২ বলে তার ব্যাটে যখন ৩৬ তখনই চোটে পড়লেন। দুর্ভাগ্যজনকভাবে শেষ হলো ইয়াসির আলির ইনিংস। অভিষক টেস্টে দ্বিতীয় ইনিংসে ফিফটির পথে ছিলেন এই ব্যাটসম্যান। শাহিন শাহ আফ্রিদির বল হেলমেটে লাগার পর আরও এক ওভার খেলেন। এরপর চালিয়ে যেতে পারেননি।
ইয়াসিরে জায়গায় নামা সোহান ২০১৮ সালের পর প্রথমবার টেস্ট খেলতে নেমে ১৫ রানে আউট হন। তারপরই ৪ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয় ১৫৭ রানে। পাকিস্তানের সামনে ২০২ রানের চ্যালেঞ্জ দেয় বাংলাদেশ ক্রিকেট দল। এরপর শেষ বেলায় সোমবার পাকিস্তান দেড় সেশন ব্যাটিং করে ১০৯ রান তুলল সফরকারীরা। হারায়নি একটি উইকেটও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার টেস্টের শেষ দিনে জয়ের জন্য সফরকারীদের চাই মাত্র ৯৩ রান। বাংলাদেশের দরকার ১০ উইকেট।
Discussion about this post