ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরও পিছিয়ে গেল তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। আসছে মাসেও ফেরা হচ্ছে না তাদের। সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরে দল মাঠে নামবে আগামী ২৪ অক্টোবর। মার্চে করোনা সংক্রমণের পর থেকেই মাঠের বাইরে আছে বাংলাদেশ ক্রিকেট দল।
যদিও এই সফরটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত জুলাই। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় সিরিজ। এবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন- ‘দেখুন, লঙ্কা সফর সামনে রেখে সেপ্টেম্বরের মাঝামাঝিতে দেশে ক্যাম্প করব আমরা। দেশে ১০-১২ দিন অনুশীলন করে এইচপি দলকে নিয়ে যাব শ্রীলঙ্কায়। সেখানে প্রায় ২০-২৫ দিন এক সঙ্গে অনুশীলন করবে দল। তারপর অক্টোবরের ২৪ তারিখ আমাদের খেলা আছে। তার আগে সেপ্টেম্বরের শুরুতে কোচদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সভা শেষে আকরাম এমনই তথ্য দিলেন।
তিনি আরও জানান, ‘দলকে আমরা দুই-তিনবার করোনা টেস্ট করাব। এটা নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। ওখানে যাওয়ার আগে ৭২ ঘন্টার মধ্যে আসা একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সেখানে গেলে তারাও পরীক্ষা করাবে। কতদিন থাকতে হবে সেটা চূড়ান্ত হয়নি এখনো। ভেন্যু আপাতত কলম্বোকে ভাবা হচ্ছে। সেখানে সুযোগ সুবিধা ভালো, হাসপাতাল থেকে সবকিছু উন্নত মানের আছে। এসব আসলে আলাপ-আলোচনার মধ্যে আছে। তবে আপাতত পরিস্থিতি এমন থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি অনুশীলন শুরু করব আমরা।’
শ্রীলঙ্কা সফরের খরচ বহন করবে বিসিবি। আকরাম খান জানালেন, ‘শ্রীলঙ্কা সফরে প্রথম তিন সপ্তাহের খরচ আমরা বহন করব। এইচপি দলেরও খরচ আমাদের। দুই দল একসঙ্গে সফর করবে এবং ওখানে শুরুতে একসঙ্গে অনুশীলন ও ম্যাচ খেলবে।’
এটা ঠিক করোনার সময় দুই দল এক সঙ্গে গেলে জাতীয় দলের সাহায্য হবে। আবার তরুণ ক্রিকেটাররাও উপকৃত হবে।
এমনিতে গত ১১ মার্চ দেশের মাটিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ খেলেই গৃহবন্ধী হন টাইগার ক্রিকেটাররা।
Discussion about this post