ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে আলোর মুখ দখতে যাচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এজন্য আগামী ২৩ সেপ্টেম্বর দ্বীপ রাষ্ট্রে যাচ্ছে টাইগাররা। বুধবার বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি ও হাই পারফরম্যান্স ইউনিটের এক অনানুষ্ঠানিক সভায় ব্যাপারটি নিশ্চিত হয়েছে।
আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় এক সঙ্গে যাবে জাতীয় ও ২৪ সদস্যের এইচপি স্কোয়াড। শ্রীলঙ্কান এইচপি ইউনিটের সঙ্গে সিরিজ রয়েছে তাদের। তার আগে জাতীয় দলের অনুশীলনে সহায়তা করাই হবে এইচপির খেলোয়াড়দের মূল কাজ।
বুধবার দুপুরে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি ও হাই পারফরম্যান্স ইউনিটের এক অনানুষ্ঠানিক সভায় অংশ নেন বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন, দুই পরিচালক আকরাম খান ও (ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান) নাইমুর রহমান দুর্জয় (হাই পারফরমেন্স ইউনিট চেয়ারম্যান) এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। সেখানে তারা প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা করে শ্রীলঙ্কা সফরের নির্ধারিত তারিখ জানিয়েছেন।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ খেলবে তিনটি টেস্টে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ। তবে সবার আগে ২৪ অক্টোবর মাঠে গড়াবে প্রথম টেস্ট। এজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে টিম টাইগার্স।
শ্রীলঙ্কা সফরের ব্যাপারে এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেছেন, ‘এইচপির ২৪ জনের স্কোয়াড যাবে শ্রীলঙ্কা এবং জাতীয় দলের সাথে একসঙ্গে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে এইচপির তরুণরা, ফিরবেও একসঙ্গে। এইচপির থাকা ও খাওয়ার প্রথম অংশটা বিসিবির খরচ। তারপর জাতীয় দল যখন সিরিজে চলে যাবে, তখন এইচপি দলের সঙ্গে লঙ্কান বোর্ডের যে দ্বিপাক্ষিক সিরিজ আছে সেটা হবে এবং আতিথেয়তার সমুদয় খরচ লঙ্কান বোর্ড বহন করবে।’
Discussion about this post