ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ব। আর তাই স্বাভাবিক হতে বিশ্ব ক্রীড়াঙ্গন। যার ছোঁয়া থেকে বাদ যায়নি বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। শর্ত মেনে খেলাধুলা ও প্রশিক্ষণ চালু করার অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার আগেই অবশ্য স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের একক অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি)। সালমা খাতুন-নাহিদা আক্তার-জাহানারা আলমরা একক অনুশীলনে নেমেছেন ১০ আগস্ট থেকে। এবার ক্যাম্পের জন্য সবুজ সংকেত পেয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
আগামী ২৩ আগস্ট থেকে বিকেএসপিতে স্কিল ক্যাম্প করতে যাচ্ছে যুবারা। চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্পের জন্য তিনটি গ্রুপে ভাগ করে ৪৫ দলের প্রাথমিক দল ঘোষণা করেছে বোর্ড।
স্কিল ক্যাম্পে যাওয়ার আগে মিরপুরে রিপোটিং করে যুবাদের উত্তীর্ণ হতে হবে কোভিড-১৯ পরীক্ষায়। জুনিয়র টাইগারদের করোনা টেস্ট হবে ১৫-১৯ আগস্ট। যারা করোনা পরীক্ষা উতরে যাবেন কেবল তাদেরই পাঠানো হবে বিকেএসপি’র ক্যাম্পে। তারপরই শুরু হবে ফিটনেস ট্রেনিং সেশন। স্কিল ট্রেনিং শুরু হবে ২৩ আগস্ট থেকে। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
ক্যাম্প চলাকালে প্রাথমিক দল তিন গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে আটটি অনুশীলন ম্যাচ খেলবে। তবে অনুশীলন থেকে শুরু করে মাঠের ম্যাচ সব জায়গায় কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে।
অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলের তিনটি গ্রুপ
গ্রুপ এক
মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, মো. হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়জিদ মিয়া (রোমান), শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।
গ্রুপ দুই
অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলী, মোফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফার্দিন খান, ইফতিখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।
গ্রুপ তিন
সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন আহিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মঈনুল হাসান।
Discussion about this post