ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের শেষ ম্যাচে জয়ের জন্য ২৩৩ রানের লক্ষ্য পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে তাদের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব ৪৯.৫ ওভারে অলআউট হয়ে তোলে ২৩২ রান।
গুলশানের ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা রাখেন নাঈম ইসলাম। তিনি ১০৮ বল মোকাবেলা করে করেন ৮৭ রানের দৃঢ় ইনিংস। তার ইনিংসে ছিল ধৈর্য আর স্থিতির ছাপ। ঝড়ো ব্যাটিংয়ে সঙ্গ দেন মনিরুল ইসলাম সোহেল, মাত্র ৩১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোরবোর্ড এগিয়ে নেন।
লিজেন্ডস অব রূপগঞ্জের বোলাররা ছিলেন তুলনামূলক নিয়ন্ত্রিত। স্বাধীন ইসলাম দারুণ বোলিং করে ৩টি উইকেট শিকার করেন। তাকে সমর্থন দেন সাইফ হাসান, সৌম্য সরকার ও আব্দুল হালিম, তারা প্রত্যেকে নেন দুটি করে উইকেট।
Discussion about this post