ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি মাসের শুরুতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থেকে সরে দাঁড়ায় ভিভো। যে কারণে জমজমাট এ টুর্নামেন্টের নতুন টাইটেল স্পন্সর নিয়ে জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত মঙ্গলবার সেটা শেষ হল। মানে এবারের আইপিএলের টাইটেল স্পন্সর হয়েছে ফ্যান্টাসি ক্রিকেট লিগ সংস্থা ফ্যান্টাসি ক্রিকেট লিগ সংস্থা। এজন্য প্রতিষ্ঠানির গুনতে হয়েছে ২২২ কোটি রুপি। ব্যাপারটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইপিএলের মূল স্পন্সর হওয়ার দৌড়ে এবছর সবচেয়ে এগিয়ে ছিল টাটা। রিলায়েন্স জিও বা আদানি গোষ্ঠী বা পতঞ্জলির মতো একাধিক দেশীয় সংস্থা লড়াইয়ে থাকলেও সুনামের দিক থেকে টাটাঢ ছিল এগিয়ে। থাকায় তারাই এবার আইপিএল স্পন্সর হতে চলেছে বলে ধারণা করা হচ্ছিল। পতঞ্জলির নামও ছিল উপরের সারিতে। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে ড্রিম ১১ আইপিএলের স্পন্সর হয়েছে। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, কোটি টাকার ক্রিকেট লিগের টাইটেল স্পনসর হতে ড্রিম ইলেভেন ২২২ রুপি দিতে চলেছে। লড়াইয়ে টাটা, পতঞ্জলী, বাইজুং, আনঅ্যাকাডেমিকে রুপি টাকা দিলেও টাইটেল স্পন্সর ড্রিম ইলেভেন সবাইকে পিছনে ফেলে দেয়।’
আরব আমিরাতে এবারের আইপিএল শুরু হবে ১৯ সেপ্টম্বর। চলবে ১০ নভেম্বর। এরআগে গত ২৯ মার্চ লিগ শুরুর কথা থাকলেও করোনা ধাক্কায় টুর্নামেন্ট পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বিদেশের মাঠে এবারের লিগ হতে চলেছে।
Discussion about this post