হার যেন তাদের অভিধানে লেখা নেই! প্রথমে ওয়ানডে সিরিজে ৫-০’তে জয়। হোয়াইট ওয়াশের তৃপ্তি নিয়ে শুরু করে লংগার ভার্সন ম্যাচ। এরপর একমাত্র তিনদিনের ম্যাচেও নাটকীয় জয় তুলে নিল বিসিবি হাই পারফম্যান্স একাদশ। আমন্ত্রিত নর্দান টেরিটরি একাদশকে ২১ রানে হারাল লিটন দাসের নেতৃত্বাধীন দল। এই সাফল্য দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করলেন জাতীয় দলে জায়গা পেতে লড়তে থাকা ক্রিকেটাররা।
তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে অবশ্য সুবিধাজনক স্থানেই ছিল স্বাগতিক নর্দান টেরিটরি একাদশ। ৩ উইকেটে ৩১৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করলেও এরপরই তাদের চেে ধরে এইচপি দলের বোলাররা। প্রথম সেশনে আর মাত্র ৩৬ রান যোগ করে বাকী ৭ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা স্বাগতিকরা।
৪০ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করে হাই পারফরম্যান্স দল। দ্বিতীয় ইনিংসে ২২৯ রান করে তারা। তারপর নর্দান টেরিটরির জিততে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯০ রান। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় জয় তুলে নেয় এইচপি দল। তাদের ১৬৮ রানে থামিয়ে টাইগার বোলাররা।
সংক্ষিপ্ত স্কোর-
হাই পারফরম্যান্স একাদশ: ৩১২/৬ ডিক্লেয়ার (প্রথম ইনিংস) ইরফান ১০৪*, মারুফ ৮৭, রাব্বি ২৭; বিংকস ৪৭/২
নর্দান টেরিটরি একাদশ: ৩৫২/৭ ডিক্লেয়ার (প্রথম ইনিংস) ডিকম্যান ১০২*, হ্যাকনী ৯৭; তানভীর ২৯/২
হাই পারফরম্যান্স একাদশ: ২২৯/১০ (দ্বিতীয় ইনিংস)
নর্দান টেরিটরি একাদশ: ১৬৮/১০ (দ্বিতীয় ইনিংস)
ফল: বিসিবি এইচপি একাদশ ২১ রানে জয়ী।
Discussion about this post