ওয়ানডে ক্রিকেটে যেখানে অপ্রতিরোধ্য বাংলাদেশ, সেখানে টেস্টে সেই দাপট কোথায়? কিছুতেই নিজেদের চেনাতে পারছে না টাইগাররা। প্রথম টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও একই দৃশ্যপট। পোর্ট এলিজাবেথ টেস্টে রোববার তৃতীয় দিনের খেলা দুপুর গড়াতেই ১ম ইনিংসে অলআউট বাংলাদেশ।
টানা তিন ওভারে আউট হলেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও ইবাদত হোসেন। তার পথ ধরে প্রথম ইনিংসের সমাপ্তি। ২১৭ রানে অলআউট বাংলাদেশ। ২৩৬ রানে প্রথম ইনিংসে পিছিয়ে মুমিনুল হকের দল। যদিও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৪৫৩ রান। জবাবে খেলতে নেমে আগের দিনই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তামিম ইকবাল ৪৭ ও নাজমুল হোসেন শান্ত ৩৩ রান করেন। এরপর রোববার এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম-ইয়াসির রাব্বি। কিন্তু ৩৬ রানে ইয়াসির আউট হতেই সব এলেমেলো হয়ে যায়।
ফিফটি করে মুশফিক রিভার্স সুইপ খেলে উইকেট বিলিয়ে আসেন। তার আগে করেন ৫১ রান। শুন্য রানে আউট হন ইবাদত চৌধুরী। টেস্টে টানা ৯ ইনিংস অপরাজিত থাকার পর তিনি আউট হলেন তিনি।
২৩৬ রানের লিড। এ অবস্থায় প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নামল দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৩৬.২ ওভারে ৪৫৩/১০ (এলগার ৭০, এরউইয়া ২৪, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, রিকেলটন ৪২, ভেরেইনা ২২, মুল্ডার ৩৩, মহারাজ ৮৪, হার্মার ১৯, উইলিয়ামস ১৩, অলিভিয়ের ০*; খালেদ ২৯-৬-১০০-৩, মিরাজ ২৬.২-৪-৮৫-১, ইবাদত ২৮-৩-১২১-০, তাইজুল ৫০-১০-১৩৫-৬, শান্ত ৩-০-৯-০)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪.২ ওভারে ২১৭/১০ (তামিম ৪৭, জয় ০, শান্ত ৩৩, মুমিনুল ৬, মুশফিক ৫১, ইয়াসির ৪৬, মিরাজ ১১, তাইজুল ৫, খালেদ ০*, ইবাদত ০; অলিভিয়ের ১৫-৪-৩৯-২, উইলিয়ামস ১২-২-৫১-০, হার্মার ১০.২-১-৩৯-৩, মহারাজ ২৪-৬-৫৭-২, মুল্ডার ১৩-৭-২৫-৩)।
Discussion about this post