ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত পাকিস্তান। তবে বসে ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটিতে ক্রিকেট ফেরাতে জোর চেষ্টা অবহ্যত রেখেছিল। শেষ পর্যন্ত এবার তার ফল পেল সংস্থাটি। মানে আগামী বছর দীর্ঘ অপেক্ষা ফরোচ্ছে দেশটির। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক হচ্ছে পাকিস্তান।
এরআগে ২০০৮ সালে সবশেষ বার এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। সেবার এ টুর্সামেন্ট হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। কিন্তু আগামী বছর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এমনটাই জানা গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সবশেষ সভা থেকে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সর্বশেষ সভায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বোর্ড প্রতিনিধিদের উপস্থিতি আর সম্মতিতেই এশিয়া কাপের আয়োজক হয়েছে পাকিস্তান। তবে এখনও ভেন্যু ঠিক করেনি পিসিবি।
এশিয়া কাপে পাকিস্তানে হওয়াতে ভারতের অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে। যদিও এ ব্যাপারে এখনও দেশটির ক্রিকেট বোর্ড কিছুই জানায়নি। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিশ্চুপ। নিরাপত্তার প্রশ্নে অন্য দেশগুলোও পাকিস্তান সফরে যাবে কীনা সেটা নিয়েও আছে প্রশ্ন।
			
                                









Discussion about this post