আইসিসি চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনা শুরু হয়ে গেল। টুর্নামেন্ট শুরু হতেও বাকী নেই খুব বেশি দিন। ক্ষণগণনা শুরু হয়ে গেল। ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে এই টুর্নামেন্ট। যার বাকী ১০০ দিনের মতো।১৮ জুন ফাইনাল হবে এই আয়োজনের।
টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহনকারী আট দেশের ১৯টি শহরে ঘুরে বেড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি। ভ্রমণের পথে শিরোপাটি আসবে বাংলাদেশেও। আর সেই তারিখটি ১৮ মার্চ ঢাকায় ট্রফিটি থাকবে চার দিন। ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ভক্তরা দেখতে পারবেন এটি। প্রদর্শীত হবে দেশের বড় শপিংমলে।
ভারত থেকে ‘নিশান ট্রফি ট্যুর’ ২ মার্চ যাত্রা শুরু করবে। ১৫ মার্চ পর্যন্ত ঘুরবে ভারতের মুম্বাই, বেঙ্গালুরু ও দিল্লি শহরে। তারপরই আসবে ঢাকায়। তারপর শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া হয়ে ২ মে ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে।
Discussion about this post