ক্রিকবিডি২৪.কম ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে গিয়েছিল পাকিস্তান। সন্ত্রাস কবলিত থাকায় টেস্ট খেলুড়ে দেশগুলো যেতে চায়নি। তবে সেই দুর্দিন পেছনে ফেলে নতুন দিগন্তে দেশটির ক্রিকেট। এবার পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই ২০০৫ সালের পর ফের দেশটি সফরে যাচ্ছে ইংলিশরা। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তানে প্রায় ১৬ বছর পর খেলতে যাচ্ছে তারা।
শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, অক্টোবরে এই টি-টুয়েন্টি সিরিজটিই হবে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের শেষ সিরিজ। এই সিরিজ খেলে সংযুক্ত আরব আমিরাতের পথে উড়াল দেবে দুই দল। এমনাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৬ বছর পর হদে যাওয়া এই সফরে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে রাজি ইংল্যান্ড। আর এই দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টানা দুই দিন দুটো ম্যাচ আয়োজন করেই শেষ করে দেওয়া হবে এই সিরিজ।
আগামী ১৩ অক্টোবর সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ১৪ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ৯ অক্টোবর ইয়ন মরগানের দল চলে যাবে পাকিস্তানে। করোনা কালে শুরুতেই চলবে কোয়ারেন্টাইন।
Discussion about this post