জয় পরাজয় পরের হিসেব, ১৫ মার্চ-বুধবার দিনটা ঐতিহাসিক হয়েই থাকবে বাংলাদেশের জন্য। কেননা, এদিন যে দশম দল হিসেবে নিজেদের ইতিহাসের শততম টেস্ট খেলতে নামবে টাইগাররা। ঐতিহাসিক এই মুহূর্ত স্মরণীয় করে রাখার জন্য মাঠের বাইরের প্রস্তুতি শেষ।ক্রিকেটাররা পাচ্ছেন বিশেষ উপহার। ১০০ টেস্ট লেখা নীল রঙের বিশেষ ব্লেজার থাকবে মুশফিকুর রহীমদের জন্য।
টেস্টের অভিজাত অঙ্গনে পথচলা শুরু ২০০০ সালের ১০ নভেম্বর। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিপক্ষ ভারত। যেখানে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দূর্জয়। ভারতের সৌরভ গাঙ্গুলি।সেই ম্যাচে আমিনুল ইসলাম বুলবুলের ব্যাটে ১৪৫ রানের ইনিংসটি এখনো টেস্টে বড় বিজ্ঞাপন হয়েই আছে।
অভিষেক টেস্টের পর ১৬ বছর ৪ মাস ৬ দিন শেষে নতুন এই মাইলফলকের সামনে বাংলাদেশ। কলম্বোর পিসারা স্টেডিয়ামে শততম টেস্টে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতো দ্রুততম সময় ১০০ টেস্ট আর কেউ খেলতে পারেনি। রেকর্ড তো বটেই!
টাইগারদের আগে শততম টেস্ট খেলতে সবচেয়ে কম সময় নেয় শ্রীলঙ্কা। ১৮ বছর ৩ মাস ২৯ দিন এসে তারা খেলে ১০০তম টেস্ট। এবার টাইগাররা সেই দলটির বিপক্ষে ম্যাচ খেলেই গড়ছে নতুন এক রেকর্ড।
তবে দ্রুততম এই রেকর্ড গড়লেও দল হিসেবে টেস্ট জার্নিটা তেমন ভাল ছিল না বাংলাদেশের। প্রথম ২৭ টেস্টে একটি ছাড়া প্রতিটিতেই হার। প্রথম জয় ধরা দেয় ৩৫তম টেস্টে এসে। ৯৯ টেস্টে মাত্র ৮ জয়! হার ৭৬টিতে।
তবে দিল বদলাচ্ছে। শততম টেস্ট খেলতে যাওয়া টাইগাররা অনেক পরিনত। ব্যাক্তিগত সাফল্যে অনেকেই টেক্কা মারছেন। সমীহ পাচ্ছেন প্রতিপক্ষের। তবে বিদেশের মাঠে নিজেদের প্রমাণ করাটা বাকী। নিউজিল্যান্ডের পর ভারতেও হার। সেই ধাক্কা সামলে উঠা হয়নি শ্রীলঙ্কাতেও। এবার কি পথ খুঁজে পাবে বাংলাদেশ?
Discussion about this post