ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকটা বিপিএল উত্তাপ যেন ফিরে এসেছে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের উত্তেজনা ছড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫ দলের এ লড়াইয়ের জন্য প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছেন ১৫৭ ক্রিকেটার।
শীর্ষ ‘এ’ গ্রেডে থাকছেন সিনিয়র মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের সঙ্গে এই গ্রেডে আছেন পেসার মুস্তাফিজুর রহমানও। এই গ্রেডে পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা।
রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হবে বঙ্গবন্ধু কাপের ড্রাফট। প্রতি দল নিতে পারবে সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার। টুর্নামেন্টে দেশের ৫ বিভাগের প্রতিনিধিত্ব করছে ৫টি দল। স্পন্সরের সঙ্গে মিলিয়ে দলগুলোর নাম রাখা হয়েছে -ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
এই টুর্নামেন্টে খেলার হয়েছে ফিটনেস টেস্ট। যেখানে পাশ না করায় খেলতে পারছেন না জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন, সোহাগ গাজী ও ইলিয়াস সানি। বিপ টেস্টে ন্যূনতম মানদণ্ড ধরা হয় ১১। যদিও বুধবার তা ছুঁতে পারেন নি সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এ অলরাউন্ডারকে তারপরও রাখা হয়েছে ড্রাফটে। কারণ ট্রেনার সাকিবের ফিটনেসে খুশি।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ফিটনেস পরীক্ষা দিতে পারেন নি আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তাকে রাখা হয়নি ড্রাফটে। যদিও বোর্ড সূত্রে জানা গেল মাশরাফির সুযোগ শেষ হয়ে যায়নি। ফিট হলেও তাকে দলে নেবে বিসিবি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দেখুন, মাশরাফির ব্যাপারে একটা ভাবনা আছে, ওর ইনজুরি আছে। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ওকে পাওয়া যাবে। তখন কোনো দল চাইলে ওকে পাওয়া যাবে। যদি একাধিক দল তাকে চায়- তখন লটারি করে নির্ধারণ করা হবে।’
এদিকে ফিটনেস টেস্টে পাশ করা মোহাম্মদ আশরাফুল রয়েছেন গ্রেড ‘ডি’-তে (৪ লাখ টাকা)।
চলুন দেখে নেই কে কোন গ্রুপে-
গ্রেড ‘এ’ (১৫ লাখ টাকা)
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান।
গ্রেড ‘বি’ (১০ লাখ টাকা)
লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, আল আমিন হোসেন, নাজমুল হেসেন শান্ত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, ইরফান শুক্কুর, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
গ্রেড ‘সি’ (৬ লাখ টাকা)
হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলি রাব্বি, রনি তালুকদার, সুমন খান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, জাকের আলি, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ।
গ্রেড ‘ডি’ (৪ লাখ টাকা)
তানজিদ হাসান তামিম-ব্যাটসম্যান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন-ব্যাটসম্যান, শাহাদাত হোসেন দিপু, শামীম পাটোয়ারী, মো. আকবর আলী, তানভীর ইসলাম, মো. হাসান মুরাদ, আল আমিন জুনিয়ার, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মাহিদুল অঙ্কন, মোহাম্মদ মৃত্তুঞ্জয় চৌধুরী নিপুণ, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান, নোমান চৌধুরী সাগর, রকিবুল হাসান (সিনিয়র), রকিবুল হাসান, মোহাম্মদ শাহিন আলম, তৌহিদ হৃদয়, মো. মকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম,
শরিফুল ইসলাম, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফিস আহমেদ, জুনায়েদ সিদ্দিক, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী, সালাউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক রিপন, মোহর শেখ অন্তর, শাখাওয়াত হোসেন সায়মন, ইফতেখার সাজ্জাদ রন, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নুর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক (জুনিয়র)-অভিষেক-মিত্র, নাদিফ চৌধুরী।
এমডি আবদুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলী, মো. জাকির হাসান, মোহাম্মদ আশরাফুল, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার খান, মেহেদী মারুফ, রবিউল হক, মিজানুর রহমান, আবদুল হালিম, নাঈম ইসলাম (সিনিয়র), মো. নাঈম ইসলাম (জুনিয়র), সালমান হোসেন, হোসেন আলী, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদৌস জাভেদ, পিনাক ঘোষ, আসিফ হাসান, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি, আবদুর রাজ্জাক, জাবেদ হোসেন, নিহাদ-উজ-জামান, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লেবু, মো. জসিম উদ্দিন, ইমরান আলী, মোহাম্মদ শরিফুল্লাহ।
মাইশুকুর রহমান রিয়াল, রাকিন আহমেদ, ইফরান হোসেন, জয়রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন জসি, আলি আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাহবাজ চৌহান, আজমির আহমেদ, সুজন হাওলাদার, শাহনূর রহমান, আলিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, টিপু সুলতান, মো. রাকিব, মাসুম খান টুটুল, মো. রুহেল মিয়া, মো. সৈকত আলী, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম, আহমেদ সাদিকুর রহমান, মো. নুরুজ্জামান, শেনাজ আহমেদ, ইমরানুজ্জামান, আরাফাত সানি (জুনিয়র), তৌহিদুল ইসলাম রাসেল, আনিসুল ইমন, মেহেদী হাসান (অনূর্ধ্ব ১৯), রনি চৌধুরী, রবিন দাস, ইয়াসির আরাফাত মিশু ও সাদিকুর রহমান।
Discussion about this post