ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময় এখন প্যাট কামিন্সের। কিছুদিন আগেই হয়েছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার। সেই রেশ থাকতেই আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন অস্ট্রেলিয়ার এ পেসার। ১৩ বছর পর ফের টেস্টের নাম্বার ওয়ান বোলার হলেন কোন অজি বোলার।
এমন কীর্তি সবশেষ দেখা গেছে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে। এক যুগেরও বেশি সময় আগে এক নম্বর বোলার হন লিজেন্ড গ্লেন ম্যাকগ্রা। তারপর কোন অস্ট্রেলিয়ান বোলার শীর্ষে উঠতে পারেন নি।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ফর্মে নেই। এ সুযোগে নাম্বার ওয়ান হয়ে গেলেন কামিন্স। রাবাদা এখন তিনে। দুইয়ে উঠেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। আর ডারবান টেস্টে ৮ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো উঠেছেন ৪৯ নম্বরে।
কুসল পেরেরা উঠে এসেছেন আইসিসি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা চল্লিশে। ডারবানে অসাধারণ শতরানে লঙ্কানদের এনে দেন ১ উইকেটের জয়। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫৮ ধাপ এগিয়ে ৯৮তম থেকে উঠেছেন চল্লিশ নম্বরে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিস আছেন সেরা দশে। শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গে যৌথভাবে আছেন দশ নম্বরে। কুইন্টন ডি কক আটে। ব্যাটিংয়ে শীর্ষেই রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরপরের দুটি জায়গা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ভারতের চেতেশ্বর পুজারার।
Discussion about this post