ওয়েস্ট ইন্ডিজে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। অবশেষে ক্যারিবীয় দ্বীপে জয় ধরা দিল। ১৫ বছর আর ৭ টেস্ট পর ফের ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট ম্যাচ জিতল লাল-সবুজের প্রতিনিধিরা। জ্যামাইকার কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করতেই এসে যায় মাহেন্দ্রক্ষণ!
বাংলাদেশ জিতল ১০১ রানে। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-১ সমতা নিয়ে শেষ করল বাংলাদেশ। ২০০৯ সালের সফরে গ্রেনাডা টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজে এটি বাংলাদেশের প্রথম জয়। সেই সফরে কম শক্তিধর ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ দল।
এই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট আর ব্যাট হাতে দাপটের জন্য ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম। যৌথভাবে সিরিজ-সেরা হয়েছেন দুই দলের দুই পেসার তাসকিন আহমেদ ও জেইডেন সিলস। দুই টেস্টে তাসকিন তুলেছেন ১১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১ম ইনিংসে ১৬৪/১০ ও ২য় ইনিংসে ২৬৮/১০ (জাকের ৯১, সাদমান ৪৬, মিরাজ ৪২, শাহাদাত ২৮; রোচ ৩/৩৬, আলজারি ৩/৭৭)।
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ১৪৬/১০ ও ২য় ইনিংসে ১৮৫/১০ (হজ ৫৫, ব্রাফেট ৪৩; তাইজুল ৫/৫০, হাসান ২/২০, তাসকিন ২/৪৫)।
ফল: বাংলাদেশ ১০১ রানে জয়ী।
জ্যামাইকা টেস্টের সেরা: তাইজুল ইসলাম।
সিরিজ: দুই ম্যাচ সিরিজ ১-১ সমতা।
সিরিজসেরা: তাসকিন আহমেদ ও জেইডেন সিলস।
Discussion about this post