ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০ ওভারের ক্রিকেটে তিনি যে বিশ্বসেরা সেটা তো সবারই জানা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা এখনো কমেনি তার। অথচ বয়স ৪১ ছাড়িয়েছে। কিন্তু এখনো দারুণ দাপট ক্রিস গেইলের। সেই ছক্কার রাজা এবার নতুন উচ্চতায়। ২০ ওভারের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রান ক্লাবে পা রাখলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) দারুণ ইনিংসে গেইল স্পর্শ করেন স্বীকৃতি টি-টুয়েন্টিতে ১৪ হাজার রান। সেন্ট লুসিয়ায় গেইল করেন ৭ ছক্কায় ৩৮ বলে ৬৭ রান। ওয়েস্ট ইন্ডিজ পায় ৬ উইকেটের জয়।
গেইলের ১৪ হাজার রান করেন ৪২৩ ইনিংসে। মজার ব্যাপার হলো ২০ ওভারের ক্রিকেটে ১১ হাজার রানও নেই অন্য কারোর। ১০ হাজার ৮৩৬ রান নিয়ে এরপরই গেইলের ক্যারিবিয়ান সতীর্থ কাইরন পোলার্ড। খেলেন ৪৮৪ ইনিংস।
এই ম্যাচের পর গেইলের ছক্কার সংখ্যা ১ হাজার ২৮টি। এ রেকর্ডে এরপরই থাকা পোলার্ডের ছক্কা ৭৩০টি। গেইলের বাউন্ডারি ১ হাজার ৮৩টি। ডেভিড ওয়ার্নার এরপরই (৯৭৩)। ২০ ওভারের ক্রিকেটে ২২টি সেঞ্চুরি গেইলের। এরপর থাকা ডেভিন ওয়ার্নার, মাইকেল ক্লিঙ্গার ও অ্যারন ফিঞ্চের শতক ৮টি করে।
২০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৭৫*), দ্রুততম সেঞ্চুরি (৩০ বলে), দ্রুততম ফিফটি (১২ বলে, যৌথভাবে), এক ইনিংসে সর্বাধিক ছক্কা (১৮টি), এক পঞ্জিকাবর্ষে সর্সোচ্চ বেশি রান (১ হাজার ৬৬৫), শূন্যবিহীন সর্বোচ্চ বেশি ইনিংস (১৪৫), এসব রেকর্ড গেইলের।
Discussion about this post