ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারে বারবারই ইনজুরিকে উড়িয়ে ফিরেছেন মাঠে। হার মানেন নি তিনি। পাঁচমাস পর ফিরে এবার হাতে চোট পেলেন তিনি। শনিবার বঙ্গবন্ধু বিপিএলের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের তালুতে তার পড়েছে ১৪টি সেলাই। তবুও ঢাকা প্লাটুনের অধিনায়ক টুর্নামেন্টের শেষ চারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে চাইছেন।
খুলনা টাইগার্সের বিপক্ষে মেহেদী হাসানের করা ১১তম ওভারে রাইলি রুশোর ক্যাচ কাভারে ঝাঁপিয়ে তালুবন্দী করতে যান মাশরাফি। কিন্তু পারেননি তিনি। উল্টো বাঁ হাতের তালুতে অনেকখানি কেটে যায় ঢাকা প্লাটুন অধিনায়কের। রক্তাক্ত হাত নিয়েই মাঠ থেকে বের হন তিনি। হাতে ১৪টি সেলাই পড়েছে। ঠিক সে সময়ই মাশরাফি নাকি জোরালো কণ্ঠে বলেছেন, ‘পরের ম্যাচটা খেলতে চাই!’
ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসানউল্লাহ হাসান বলেন, ‘সে খেলতে ভীষণ ইচ্ছুক। আমরা বুঝতে পারছি না কী করব। দৃঢ় মনোবলে সে বলছে, খেলবে। জানেনই তো মাশরাফি একজন লড়াকু মানুষ। এখন বিষয়টি তার ওপর ছেড়ে দিয়েছি।’
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘যেহেতু সেলাই পড়েছে। সুস্থ হতে সাধারণত সাত দিন সময় নিতেই হয়। অনেক সময় খেলা যায়, গুরুত্বপূর্ণ খেলা থাকলে আমরা ব্যবস্থা নিই। তবে সেরে উঠতে সাত দিনের বেশি লাগে। অনেক সময় কেউ কেউ ঝুঁকি নেয়। আমরা সেই অনুমতি দিইও। কিন্তু আমরা তো চাইব সে আগামী তিন দিন যেন কিছু না করুক। তারপরও যদি বলে খেলব, খেলার ব্যবস্থা করে দেব।’
Discussion about this post